বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১১:৪০ অপরাহ্ন

অফিসেই বাড়ি ঘর, নতুন প্রস্তাব নিউইয়র্কে

  • আপডেট সময় রবিবার, ৮ অক্টোবর, ২০২৩

নিউইযর্কের একটি থিংক ট্যাংক নগরের গৃহায়ন সঙ্কট দূর করতে নতুন এক প্রস্তাব নিয়ে এসেছে। তারা বলছে, নগরীর অফিসভবনগুলোতেই শুরু করা যেতে পারে ডর্ম স্টাইলে থাকার ব্যবস্থা। এতে গৃহায়ণ সমস্যা যেমন মিটবে, তেমনি আকাশ ছোঁয়া বাড়িভাড়ার খরচও কমবে।

এই আইডিয়া ঠিক কতটা কাজ করবে তা এখনো নিশ্চিত নয়। তবে নিউইয়র্কাররা এতে দ্বিধান্বিত।

ধারনাটিতে তিনটি দিক সামনে আনা হয়েছে-
– অফিস স্পেসকে রেসিডেন্সিয়াল ইউনিটে পরিণত করা
– কো-লিভিং কিংবা শেয়ারড লিভিং স্পেস, এবং
– ইনেটিয়র উইনডো ফ্লেক্সিবিলিটি

এতে খরচ বাঁচবে। আর কো-লিভিংয়ের কারণে স্থান সংকুলানও সহজ হবে।

তবে প্রথম কাজ হবে অফিস স্পেসগুলোর মধ্যেই রেসিডেন্সিয়াল স্পেস তৈরি করা।

অ্যালেক্স মরগ্যান একজন নিউইয়র্কার। তিনি বলছিলেন, তার মনে হয় বিষয়টি অনেকের কাছেই গ্রহণযোগ্য হবে। আর তাছাড়া নিউয়র্কে স্বল্পখরচে বাস করার একটা সুযোগও মিলে যাবে।

নিউইয়র্কের অফিস স্পেস হিসেবে ১০৩ মিলিয়ন বর্গফুট রয়েছে যা লিজ বহির্ভুত। ফলে এই খালি পড়ে থাকা অফিস স্পেসই হতে পারে আপাতত গৃহায়ণ সঙ্কটের সমাধান।

আর তাছাড়া এক্ষেত্রে যখন বাথরুম, কিচেন শেয়ার করে ব্যবহার করা হবে তখন তা আরও সস্তা হয়ে উঠবে।

জেসমিন ডেলানি নামের এক নিউইয়র্কার বললেন, এমন কোনো প্রস্তাব পেলে তিনি এক বাক্যে রাজি হয়ে যাবেন। কারণ এতে তার ঘরভাড়ার খরচ অর্ধেকে নেমে আসবে।

তবে কিছু সীমাবদ্ধতাও রয়েছে।

আপনি জানবেন না, কার সাথে আপনাকে থাকতে হচ্ছে, বাড়ি, বাথরুম, কিচেন শেয়ার করতে হচ্ছে। ফলে পরিস্কার রাখা, ব্যবহারউপযোগী করে রাখা এগুলো সমস্যা সৃষ্টি করবে।

আর জানালাবিহীন বেডরুম ব্যবহার হয়তো অনেকের জন্যেই স্বস্তির হবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com