বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৬:২৯ অপরাহ্ন

অপরূপ নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

একটি দেশের ইতিহাসঐতিহ্যসাহিত্যসংস্কৃতিকৃষ্টি আর বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্য উপস্থাপনের ক্ষেত্রে পর্যটন অপরিহার্য মাধ্যম। এই পর্যটনকে কেন্দ্র করে অর্থনীতির বিকাশ ঘটিয়ে ইতোমধ্যেই বিশ্বের অনেক দেশ প্রমাণ করেছে পর্যটন গুরুত্বপূর্ণ অর্থনৈতিক শক্তি। বিশ্বের প্রায় প্রতিটি দেশ তাদের পর্যটন খাতকে আকর্ষণীয় করে ব্যাপক অর্থ উপার্জন ও কর্মসংস্থান করার জন্য আপ্রাণ চেষ্টা করছে

এমনকি এ ব্যাপারে অনেক দেশের মধ্যে প্রতিযোগিতাও চলছেহচ্ছে। ফলে অনেক দেশের জাতীয় অর্থনীতির প্রাণ হয়ে উঠছে পর্যটন খাত। পর্যটক আকর্ষণে একটি দেশ কতটা নিরাপদঅবকাঠামো সুবিধা কেমনবিমান বন্দর কতটা উন্নতআবাসন ব্যবস্থার মান কেমনখাবারের মান কেমনভিসা ব্যবস্থা কেমনযোগাযোগ ব্যবস্থাসহ মোটা দাগে এমন কয়েকটি বিষয় বা সূচকের ভিত্তিতে বাংলাদেশের পর্যটন খাতের অবস্থা বিশ্ব পর্যায়ে দুর্বল এবং পর্যটক আকর্ষণে বিশ্বের সবচেয়ে পিছিয়ে থাকা দেশগুলোর একটি।

অপরূপ নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশ। এদেশে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতবৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চলপুরাকীর্তি ও সম্পদপ্রবালদ্বীপর্ঝণাবনপাহাড়চা বাগানহাওর-বিলনিঝুম দ্বীপসহ অসংখ্য পর্যটক আকর্ষনীয় স্থান হয়েও প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার অভাবে এখনও ঘুরে দাঁড়াতে পারেনি এ শিল্প খাতটি

আমরা পর্যটকদের আকর্ষিত করার জন্য আন্তর্জাতিক পর্যটনমেলাবিভিন্ন দেশে রোড-শো ইত্যাদি করি বিপুল অর্থ ব্যয় করে। কিন্তু দেশের অভ্যন্তরে যদি যোগাযোগ ব্যবস্থা উন্নত না হয়পর্যটন এলাকায় ও যাতায়াত যদি নিরাপদ না হয়বিনোদন যদি ফ্রি না হয়ভালো দোভাষী যদি না থাকেএকটু বৃষ্টি হলেই যদি সব তলিয়ে যায় পানিতেতাহলে কি কেউ আসবে এ দেশের নয়নাভিরাম দৃশ্য দেখতেইতিহাস জানতেপর্যটন শিল্পের ভিত মজবুত করতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়বাংলাদেশ ট্যুরিজম বোর্ডট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)বাংলাদেশ পর্যটন কর্পোরেশনসহ সরকারি-বেসরকারি সকল সংস্থা এবং দূতাবাসগুলোকে একত্রে কাজ করতে হবে। বহির্বিশ্বে বাংলাদেশের পর্যটন শিল্পকে উজ্জ্বলভাবে তুলে ধরতে এ খাতের বিদ্যমান সমস্যা দ্রুত সমাধান করে এ শিল্পের সবটুকু সম্ভাবনা কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশ বিশ্ব পর্যটনে আদর্শ হয়ে উঠবে এমনটাই প্রত্যাশা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com