1. [email protected] : চলো যাই : cholojaai.net
অনুমতি ছাড়া অন্তরঙ্গ ছবি প্রকাশ এখন থেকে ফেডারেল ক্রাইম
শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৪:২০ অপরাহ্ন

অনুমতি ছাড়া অন্তরঙ্গ ছবি প্রকাশ এখন থেকে ফেডারেল ক্রাইম

  • আপডেট সময় শুক্রবার, ২৩ মে, ২০২৫

প্রযুক্তির অপব্যবহার এবং ডিজিটাল নির্যাতনের বিরুদ্ধে এক ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ১৯ মে হোয়াইট হাউসের রোজ গার্ডেনে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে ‘Take It Down Act’ নামক নতুন একটি আইনে স্বাক্ষর করেছেন। এ আইনের মাধ্যমে ডিপফেইক ভিডিও, রিভেঞ্জ পর্ন ও  অনুমতি ছাড়া অনলাইনে অন্তরঙ্গ ছবি ছড়ানোর ঘটনাকে ফেডারেল অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। এ বিলের অন্যতম প্রধান প্রবক্তা ছিলেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। তাঁর ‘Be Best’ উদ্যোগের অংশ হিসেবে তিনি এই আইন বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করেন এবং অনুষ্ঠানে প্রতীকীভাবে নির্বাহী আদেশে স্বাক্ষরও করেন। আজকের এই আইন আমাদের শিশুদের নিরাপত্তা এবং পরিবারের ভবিষ্যতের প্রতি আমাদের অঙ্গীকারের প্রতীক’- বলেন মেলানিয়া ট্রাম্প।

তিনি আরো বলেন, ‘এআই প্রযুক্তির অপব্যবহার রোধে আমাদের সমাজে এখনই ন্যায়বিচার প্রতিষ্ঠা করা জরুরি। ‘Take It Down Act’ অনুসারে কারো অনুমতি ছাড়া অন্তরঙ্গ ছবি বা ভিডিও অনলাইনে ছড়ালে তা হবে ফেডারেল অপরাধ। সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলোকে এ ধরণের কনটেন্টের অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে মুছে ফেলতে হবে। আইন বাস্তবায়নে যুক্ত থাকবে Federal Trade Commission (FTC)। বিলটি গত ফেব্রুয়ারিতে সেনেটে সর্বসম্মতিক্রমে পাস হয় এবং এপ্রিল মাসে প্রতিনিধি পরিষদে ৪০৯-২ ভোটে অনুমোদিত হয়। এ আইন প্রণয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন সিনেটর টেড ক্রুজ (টেক্সাস) ও এমি ক্লোবুচার (মিনেসোটা)। আইনটি দুই প্রধান রাজনৈতিক দলের সদস্যদের মধ্যে বিরল ঐকমত্যের প্রতিফলন।

সিনেটর ক্রুজ বলেন, এ আইন রিভেঞ্জ পর্ন এবং ডিপফেইক নির্যাতনের শিকারদের জন্য একটি ঐতিহাসিক বিজয়। যারা প্রযুক্তিকে অস্ত্র বানিয়ে অন্যের ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেয়, তারা এখন থেকে উপযুক্ত শাস্তির মুখোমুখি হবে। তবে কিছু ডিজিটাল অধিকার সংগঠন এই আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে, এটি ব্যক্তিগত গোপনীয়তা ও মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারে।এআই প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে নারীদের বিরুদ্ধে নকল পর্নোগ্রাফি তৈরি করে তা ছড়িয়ে দেয়া একটি মারাত্মক সামাজিক সমস্যা হয়ে উঠেছে। এমন অবস্থায় এই আইন প্রযুক্তিনির্ভর নির্যাতন প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com