1. [email protected] : চলো যাই : cholojaai.net
অনথিভুক্ত অভিবাসীদের আমেরিকায় থাকার উপায় কী
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন

অনথিভুক্ত অভিবাসীদের আমেরিকায় থাকার উপায় কী

  • আপডেট সময় শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

অনথিভুক্ত অভিবাসীদের করণীয় গেহি অ্যান্ড অ্যাসোসিয়েটসে কাজ করা অ্যাটর্নি রাঞ্জা বোসের কাছে জানতে চেয়েছেন টিবিএন ভিউজের সঞ্চালক এএফ মেসবাউজ্জামান। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আগ্রাসী বিতাড়ন নীতির কারণে অ্যামেরিকায় শঙ্কায় রয়েছেন অনথিভুক্ত অভিবাসীরা। এসব অভিবাসীর করণীয় গেহি অ্যান্ড অ্যাসোসিয়েটসে কাজ করা অ্যাটর্নি রাঞ্জা বোসের কাছে জানতে চেয়েছেন টিবিএন ভিউজের সঞ্চালক এএফ মেসবাউজ্জামান।

টিবিএন: যারা আনডকুমেন্টেড (অনথিভুক্ত) আছেন, যারা এখনও কোনো কেস ফাইল করেননি, তারা টোটালি আনডকুমেন্টেড, ওভারস্টে হয়ে গেছে। তাদের বেলায় কী হচ্ছে রাঞ্জা? তারা এখনও কোনোকিছুতেই এনরোল করেনি।

রাঞ্জা বোস: ওদের রিস্ক আছে। কেননা স্পেশালি আপনি যদি ট্যাক্স ফাইল করেছেন, আপনার, মানে, আপনি যদি অবভিয়াসলি ঠিকই জিনিস ট্যাক্স ফাইল করা, ডকুমেন্টেড আনডকুমেন্টেড, ইউ শুড ফাইল ট্যাক্সেস, কিন্তু যাদের অবভিয়াসলি ইন্টারেক্ট করেছে সিস্টেমের সাথে, গভর্নমেন্ট সিস্টেমের সাথে ইন্টারক্ট করেছে, সোশ্যাল আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, এইগুলো যদি আছে, আপনি আনডকুমেন্টেড। রিস্ক অবভিয়াসলি আছে।

টিবিএন: এখন যাদের গ্রিন কার্ড আছে, যাদের ওয়ার্ক অথরাইজেশন আছে, যাদের সোশ্যাল আছে, তাদের গ্রিন কার্ড ইন প্রসেস অর কেস ইন প্রগ্রেস। এটার মানে ইমিগ্রেশন কোর্টে কেসটা আছে। এখনও এটা প্রক্রিয়াধীন, আন্ডার প্রগ্রেস। হয়তো বা হি অর শি উইল ফেস ইন্টারভিউ ভেরি সুন ইন নিয়ার ফিউচার। তো তাদের বেলায় কী তাদের ধরে নিয়ে যাচ্ছে?

রাঞ্জা বোস: এইটা একচুয়ালি ভালো কোশ্চেন। আপনি জিজ্ঞেস করেছেন…কেননা আমরা রিসেন্টলি একটা দুটো স্টোরি এসেছে অলরেডি। মানে কী, যাদের ইন প্রসেস ছিল বা রিনিউ করতে গেছে গ্রিন কার্ড, তাদের আইস উঠিয়ে ফেলেছে। তো আগের ইউজুয়াল রুলটা ছিল কী, আপনার যদি এপ্রুভড পিটিশন থাকে, তাহলে আর আপনি যদি আপনার গ্রিন কার্ডের জন্য ওয়েট করছেন, আপনার ইউজুয়ালি কোনো প্রবলেম হতো না, কিন্তু এখন একটা দুটো কেসে আমরা শুনছি (সমস্যা) হচ্ছে। ইট ইজ নট কমন থিং। এখনও প্যানিক করার দরকার নেই, কিন্তু আমি সাজেস্ট করব কী, যারা এই সিচুয়েশনে আছে আপনার যে ৪৮৫ রিসিট নোটিশটা, সেই রিসিট নোটিশটা আপনি আপনাদের কাছে রাখুন আর সব জায়গায় আপনার ওয়ার্ক পারমিটটা ক্যারি করুন।

টিবিএন: আপনি বলছেন যে, তারা মানে হোয়েন দ্য আর ট্রাভেল অ্যারাউন্ড, মুভিং, তাদের সঙ্গে ক্যারি করার জন্য বলছেন। তাই না?

রাঞ্জা বোস: ৪৮৫ রিসিট নোটিশ। আর প্লাস আপনার পিটিশনের যে অ্যাপ্রুভাল নোটিশ যেটা ১৩০ হোক বা ৩৬০ হোক, যেটাই হোক, আপনি একটা কপি রাখুন।

টিবিএন: আচ্ছা আমি আবারও রিক্যাপ করছি এই জন্যই যে, আইসের যে বিষয়টা সেটা যখন আইস এখন এত এগ্রেসিভ হয়েছে, এই যে অ্যাটর্নি রাঞ্জা বললেন যে, ক্যাপ দিয়ে দিয়েছে। মান্থলি একটা টার্গেট তারা দিয়ে দিয়েছে যে, মান্থলি টার্গেট প্লাস ডেইলি টার্গেট। এখন যদি তিন হাজার করে প্রতিদিন তারা এভাবে ক্যাপচার করে ক্যাচ করে তাইলে চিন্তা করেন মাসে কতগুলো হচ্ছে। তো এটা খুবই আমাদের জন্য একটা সতর্কতার বাণী দিয়ে যাচ্ছেন এবং আপনারা যারা আনডকুমেন্টেড আছেন বা এখনও যারা ফাইল করেননি বা কোনো ইমিগ্রেশন কোর্টে বা ল ফার্মের সঙ্গে সংযুক্ত হননি, আমি অ্যাটনি রাঞ্জাকে বলব তাদের জন্য কী করণীয়, তারা কি কোনো ল ফার্মের সঙ্গে ইমিডিয়েটলি যোগাযোগ করার প্রয়োজন।

রাঞ্জা বোস: হ্যাঁ, আমরা গেহি অ্যান্ড অ্যাসোসিয়েটসে ফ্রি কনসাল্টেশন অফার করি। হয়তো আপনার অপশন আছে। আপনি জানেন না। তো আপনার যদি কোশ্চেন আছে কি আমরা কী করতে চাই, আমরা ফ্রি কনসাল্টেশন একটা অফার করি। আপনি আসুন। আমরা আপনাকে বলতে পারি আপনার সিচুয়েশনটা কী। আপনি ল ফার্মের কাছে যান। আমাদের কাছে আসুন। অন্য ল ফার্মের কাছে যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com