বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০:৪২ অপরাহ্ন
Uncategorized

অচেনা রূপে ধরা দেবে শ্বেতপাথরের অমর কীর্তি

  • আপডেট সময় শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২

হাতের মুঠোয় এবার এসে পড়ল এক বিরল সুযোগ। এমন সুযোগ পাওয়া সহজ কথা নয়। জ্যোৎস্না আলোয় এবার ধরা দিতে চলেছে শ্বেতপাথরের অমর কীর্তি।

জ্যোৎস্নার আলোর স্নিগ্ধতা সর্বত্রই সুন্দর। তবে তা আরও সুন্দর হয়ে ওঠে যখন তা শ্বেতপাথরের ওপর পড়ে। চাঁদের সেই আলো যেন আরও অপরূপ হয়ে ওঠে। অপরূপ করে তোলে সেই শ্বেতপাথরের স্থাপত্যকে।

তাজমহল এমনই এক শ্বেতপাথরের স্থাপত্য কীর্তি যা শত শত বছর ধরে শুধু ভারতে নয়, সারা বিশ্বে সমানভাবে সমাদৃত। সেই তাজমহল সাধারণভাবে বিকেল পর্যন্ত খোলা থাকে সাধারণের দেখার জন্য।

জ্যোৎস্না রাতে সেই তাজমহলের রূপ যে ভুবন ভোলানো হয়ে ওঠে তা দেখার সুযোগ বড় একটা মেলে না। কিন্তু এবার সেই সুযোগ হাতের মুঠোয় আসতে চলেছে।

শারদ পূর্ণিমায় এবার ৪ রাতের জন্য খুলতে চলেছে তাজমহলের দরজা। শারদ পূর্ণিমা পড়ছে ৯ ও ১০ অক্টোবর। যাকে বাংলায় কোজাগরী পূর্ণিমা হিসাবেই সকলে জানেন।

যে রাতে মালক্ষ্মীর আরাধনায় মেতে ওঠে গোটা বাংলা। সেই রাত তো বটেই, তার আশপাশ মিলিয়ে মোট ৪ রাতের জন্য তাজমহলের দরজা সাধারণের জন্য খোলা থাকছে।

এএসআই–এর তরফে জানানো হয়েছে যেহেতু তাজমহল শুক্রবার বন্ধ থাকে, তাই শনিবার থেকে ৪ রাতের জন্য খোলা থাকবে তাজমহলের দরজা। সাধারণ মানুষ ভরা জ্যোৎস্না রাতে তাজমহলের অপরূপ রূপ দেখার সুযোগ পাবেন।

টিকিট যেদিন থেকে রাতের জন্য খুলছে তার আগের দিন তাজমহলের কাউন্টার থেকে পাওয়া যাবে। চাঁদের আলো তাজমহলের শ্বেতপাথরের ওপর পড়ে যে কী স্বর্গীয় সৌন্দর্যের আবহ তৈরি করে তা চর্মচক্ষে উপলব্ধি করার এই সুযোগ অবশ্যই খুব বড় পাওনা।

সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com