শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:২৮ অপরাহ্ন
Uncategorized

অগ্রহায়ণকে নবান্নের মাসও বলা হয়ে থাকে

  • আপডেট সময় শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২

‘অগ্র’ শব্দের অর্থ হলো প্রথম বা প্রধান। ‘হায়ণ’ শব্দের অর্থ হলো বছর। সে অর্থে অগ্রহায়ণ মাস বাংলা বছরের প্রথম মাস। বৈশাখ বঙ্গাব্দের প্রথম মাস নয়। অগ্রহায়ণ মাসের আগের নাম ছিল মার্গশীর্ষ। মৃগশিরা নক্ষত্রের নামানুসারে এ মাসের নামকরণ করা হয়েছিল। তবে এখন অগ্রহায়ণ বা অঘ্রান বাংলা সনের অষ্টম এবং শকাব্দের নবম মাস।

তাই তো হেমন্ত এলেই দিগন্ত জোড়া ফসলের মাঠ ছেয়ে যায় হলুদে। সোনালি ফসলে বিমোহিত কৃষকের মন নেচে ওঠে আনন্দে। পাকা ধানের নজর কাড়া সোনালি রঙে মন হয়ে যায় মাতোয়ারা। দোয়েলের শিস তখন ভর করে কৃষকের ঠোঁটে। কাস্তে হাতে ছুটে যায় মাঠে। নতুন ধান তুলে আনে ঘরে। রাতদিন এক করে লেগে যায় ধান গোলাজাত করতে।

কুসুম শীতের ছোঁয়াকে ফসলের গায়ে মেখে দিয়ে কৃষক ভুলে যায় নাওয়া-খাওয়া। অঘ্রানের ঘ্রাণে বুক ফুলে নিঃশ্বাস নেয়। গুনগুনিয়ে পথ চলাচল তখন কৃষকের ভীষণ সুন্দর সময়ের সাক্ষী হয়ে থাকে। কাজের ফাঁকে একটু খানি ফুরসৎ পেলেই বিড়ির গোড়ায় ঠোঁট চেপে ধরে ধোঁয়া উদগীরণ করে। শরীরে নিকোটিনের জোগান দেয়। প্রাকৃতিক সুখ অনুভব করে মনে। সোনালি ফসলের সঙ্গে কৃষকের মনও হাসতে থাকে কুয়াশার আড়ালে লুকিয়ে থাকা রৌদ্রের মতো।

কিষাণীর ধুলোপড়া গায়ের সেঁধো গন্ধ শুঁকে ধানী পোকারা ইতিউতি ওড়াউড়ি করে। কাজের ব্যাঘাত ঘটায়। হেঁসেলে নতুন চালের ভাত বসিয়ে দিয়ে কিষাণী ছোটে ধানের মাচায়। ধেনুদুগ্ধ দোহাতে হাত রাখে ওলানের মধ্য বাঁটে। কর্ম সারা করতে করতে একসময়ে ভুলে যায় হেঁসেলে ভাত বসিয়ে রাখার কথা। ভাতের পোড়া গন্ধ পেয়ে কিষাণীর হুঁশ ফেরে। হেঁসেলের দিকে ছুটে চলার মতো এমন কত দৃশ্যই না দেখা যায় এই অগ্রহায়ণে।

অগ্রহায়ণকে নবান্নের মাসও বলা হয়ে থাকে। নবান্ন শস্য ভিত্তিক একটি উৎসব। শস্য সংগ্রহকে কেন্দ্র করেই মূলত নবান্নের উৎসব পালিত হয়ে থাকে। অগ্রহায়ণ বারবার ফিরে আসুক কৃষকের হাসি হয়ে। নবান্নের গন্ধে ভরিয়ে দিক গ্রামবাংলার প্রতিটি ঘর। তাদের ছোট ছোট স্বপ্নগুলো মেলুক ডানা। ভালো থাকুক দেশের মানুষ, ভালো থাকুক বাংলাদেশ।

প্রিন্স মনিরুজ্জামান

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

Like Us On Facebook

Facebook Pagelike Widget
© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com