বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:২৪ পূর্বাহ্ন
Uncategorized

অক্টোবর থেকে ফের চালু হচ্ছে চক্রাকার বাস সার্ভিস

  • আপডেট সময় বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

প্রায় দুই বছর আগে বেশ ‘ঢাক-ঢোল পিটিয়ে’ রাজধানীর ধানমণ্ডি ও উত্তরায় চালু হয়েছিল চক্রাকার বাস সার্ভিস। তবে কিছুদিন পরেই করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে স্কুল-কলেজ বন্ধ হয়ে গেলে তা বন্ধ হয়ে যায়। সংক্রমণ কমে আসায় স্কুল-কলেজ খুলেছে, সেজন্য আগামী মাস থেকে আবারও চক্রাকার বাস সেবা চালু করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান মো. তাজুল ইসলাম।

এ বিষয়ে বিআরটিসি কার্যালয়ে আলাপকালে তিনি বাংলা ট্রিবিউনকে জানান, করোনার কারণে আমাদের চক্রাকার বাসগুলো বন্ধ ছিল। কারণ এগুলোর অধিকাংশ যাত্রীই বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্কুলের শিক্ষার্থী। আমরা শুনতে পাচ্ছি- আগামী অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হতে পারে। আমাদের সিদ্ধান্ত হচ্ছে অক্টোবরে শুরু থেকে আমরা এই সার্ভিসটি আবার চালু করে দেবো।

বিআরটিসিকে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান বলা যেতে পারে উল্লেখ করে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বলেন, যেহেতু এটি একটি করপোরেশন। এই সংস্থাটি নিজস্ব আয়ে চলে। এখানে আমার বেতনটিও এই সংস্থা থেকে দেওয়া হয়। সুতরাং আয় বৃদ্ধি, ব্যয় সংকোচন এবং যাত্রী সেবার মানন্নোয়ন আমাদের লক্ষ্য। আমাদের যেমন লাভ করতে হবে, যাত্রী সেবার মানও বাড়াতে হবে। আমরা সর্ব্বোচ্চ সেবা দেওয়ার জন্য বদ্ধ পরিকর। পাশাপাশি আমরা লাভের বিষয়েও বদ্ধ পরিকর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com