1. [email protected] : চলো যাই : cholojaai.net
৬৫৪ কোটি টাকায় দুবাইয়ে বাড়ি কিনলেন নেইমার
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৫:২৮ অপরাহ্ন

৬৫৪ কোটি টাকায় দুবাইয়ে বাড়ি কিনলেন নেইমার

  • আপডেট সময় বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের। ইনজুরির কারণে এক বছর মাঠের বাইরে ছিলেন তিনি। মাঠে ফিরে চোট পেয়ে আবারও এক মাসের জন্য মাঠের বাইরে গেছেন আল হিলালের এই তারকা ফুটবলার। তবে এরই মাঝে নতুন করে আলোচনায় এসেছেন নেইমার।

পৃথিবীর ধনীরা দুবাইয়ে বাড়ি কিনছেন। এবার সেই তালিকায় নাম লিখিয়েছেন নেইমার। সম্প্রতি দুবাইয়ের বুগাতি রেসিডেন্সে ৫ কোটি ৪৫ লাখ ডলার দিয়ে এক পেন্ট হাউস (ভবনের ওপরের কক্ষ বা ফ্ল্যাট) কিনেছেন ব্রাজিলিয়ান তারকা। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৫৪ টাকা। এতেই নতুন করে খবরের শিরোনাম হয়েছেন তিনি।

আরব আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুগতি রেসিডেন্স নামের সেই ভবনে বিলাসবহুল এই অ্যাপার্টমেন্টে সরাসরি গাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে। সেই সঙ্গে আছে সুইমিং পুল। অ্যাপার্টমেন্ট থেকে দুবাই শহরের মনোরম দৃশ্য দেখা যায়।

বিলাসবহুল এই ভবনে ভূমধ্যসাগরের রিভিয়েরা অঞ্চলের আদলে তৈরি করা হয়েছে কৃত্রিম সৈকত; আছে সুইমিং পুল, ফিটনেস ক্লাব, গাড়ি পার্কিংয়ের বিলাসবহুল ব্যবস্থা।

এছাড়াও ব্যক্তিগত পরিবহনসেবা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্যক্তিগত চাহিদা পূরণের ব্যবস্থা থাকবে। এসব সেবা কেবল ভবনের বাসিন্দাদের জন্য। ভবনটির নির্মাণকাজ এখনো শেষ হয়নি। এর নির্মাণ কাজ শেষ হতে আরও সাড়ে তিন বছর সময় লাগবে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com