সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৩৬ পূর্বাহ্ন

৬ষ্ঠ টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

কানাডার টরন্টোতে মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সময় সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে টরন্টো ফিল্ম ফোরাম আয়োজিত টরন্টোর ২২ লেবোভিক অ্যাভিনিউর সিনেপ্লেক্স ওডেনে চার দিনব্যাপী এ ফেস্টিভ্যালের উদ্বোধন করা হয়।

ফেস্টিভ্যালের উদ্বোধন করেন স্ক্যারবরো সাউথ ওয়েস্টের এমপিপি ডলি বেগম। ২১ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত এ ফেস্টিভ্যাল চলবে ২২ লেভেবিক অ্যাভিনিউর সিনেপ্লেক্স ওডেন এবং ৩০০০ ড্যানফোর্থ অ্যাভিনিউর মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রিনিং সেন্টারে।

এবারের উৎসবে ২৪টি দেশের স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের মোট ৪২টি পূর্ণ দৈর্ঘ্য ও স্বল্প দৈর্ঘ্য কাহিনি চলচ্চিত্র এবং প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয় বাংলাদেশের স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা আকরাম খানের পূর্ণ দৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র ‘নকশী কাঁথার জমিন’। এছাড়াও আরও ৯টি দেশের ৯টি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রের প্রদর্শনী হয়।

২০১৭ সাল থেকে টরন্টো ফিল্ম ফোরাম ‘টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল’র আয়োজন করে আসছে। এ আয়োজনের অন্যতম মূল লক্ষ্য হচ্ছে, বিভিন্ন ভাষা এবং সংস্কৃতির স্বাধীন ও বিকল্প ধারার চলচ্চিত্র নির্মাতাদের চলচ্চিত্রের প্রদর্শনী করা। টরন্টো ফিল্ম ফোরাম ২০১৪ সাল থেকে চলচ্চিত্র নির্মাতাদের একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে।

২০১৭ সালে কানাডার ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে টরন্টো ফিল্ম ফোরাম প্রথম এ ফেস্টিভ্যালের আয়োজন করে। তারপর করোনা অতিমারির জন্য ২০২০ সাল ছাড়া প্রতি বছর চলচ্চিত্র সংগঠনটি এ ফেস্টিভ্যাল আয়োজন করে আসছে। ইতোমধ্যে পৃথিবীর বিভিন্ন দেশের স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে টরন্টো ফিল্ম ফোরামের সম্পর্ক দৃঢ় হয়েছে এবং তারা তাদের নির্মিত চলচ্চিত্র প্রদর্শনীর জন্য পাঠাচ্ছেন। মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যালের প্রদর্শিত চলচ্চিত্রগুলো সবাইকে বিভিন্ন সংস্কৃতি ভালোভাবে জানার সুযোগ করে দিচ্ছে, পাশাপাশি বিভিন্ন দেশের স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে চলচ্চিত্র প্রেমীদের পরিচিয় করিয়ে দিচ্ছে। এবারের চলচ্চিত্র উৎসবে পৃথিবীর প্রায় ১০০টি দেশ থেকে প্রায় ৪০০০টি চলচ্চিত্র জমা পড়ে, সেখান থেকে ২৪টি দেশের মোট ৪২টি চলচ্চিত্র প্রদর্শনী করা হবে।

৬ষ্ঠ টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিদিন বিকেল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত চলচ্চিত্র প্রদর্শিত হবে। প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশি নৃত্য পরিবেশন করেন ঋতুপূর্ণা চৌধুরী এবং কানাডার আদিবাসী সংগীত পরিবেশন করেন সান্টিয়াগো ও লরেঞ্জো। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন টরন্টো ফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক ও ৬ষ্ঠ টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩-এর সমন্বয়ক মনিস রফিক।

এছাড়াও বক্তব্য দেন বাংলাদেশ বিমান টরন্টোর স্টেশন ম্যানেজার মুশিকুর রহমান, বাংলাদেশ থেকে আমন্ত্রিত চলচ্চিত্র নির্মাতা মুহাম্মদ কাইউম এবং কানাডার চলচ্চিত্র নির্মাতা রোডা মেঢাট। উদ্বোধনী অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন টরন্টো ফিল্ম ফোরামের সভাপতি ও ৬ষ্ঠ টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩-এর উৎসব পরিচালক এনায়েত করিম বাবুল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com