1. [email protected] : চলো যাই : cholojaai.net
২৫০ কোটির বাড়ির মালিক হচ্ছেন দেড় বছরের রাহা
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন

২৫০ কোটির বাড়ির মালিক হচ্ছেন দেড় বছরের রাহা

  • আপডেট সময় সোমবার, ১ এপ্রিল, ২০২৪

গত তিন বছর ধরে মুম্বাইয়ের বান্দ্রায় নিজেদের বাংলো তৈরি করছেন বলিউড দম্পতি রণবীর কাপুর-আলিয়া ভাট। রাজ কাপূরের ‘কৃষ্ণা রাজ’ বাংলোকেই নতুন ভাবে তৈরি করছেন তারা। ‘কাপুর দম্পতি’ এই বাড়ি তৈরি করতে খরচ করছেন ২৫০ কোটি টাকা। আর এবাড়িটির মাধ্যমেই বলিপাড়ার সব থেকে ছোট ও ধনী ‘স্টার কিড’ হতে চলেছেন রণবীর-আলিয়ার দেড় বছর বয়সের কন্যা রাহা।

ঘনিষ্ঠ সূত্রের বরাতে আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, ‘রণবীর ও আলিয়ার স্বপ্নের বাড়ি তৈরিতে খরচ করছেন ২৫০ কোটি টাকারও বেশি। আর সেই বাড়িরই মালিক হবেন তাদের কন্যা রাহা। শুধু তাই নয় তার নামেই বাংলোর নামকরণ করা হবে।’

জানা গেছে, বুধবার (২৭ মার্চ) নিজেদের নতুন এই বাংলোর কাজ পরিদর্শনে গিয়েছিলেন রণবীর-আলিয়া ও নীতু কাপুর। যার একটু করো ঝলক উঠে এসেছিল ফটোসাংবাদিকদের ক্যামেরায়। যেখানে রণবীরকে বাড়ির বেলকনি থেকে আশেপাশের এলাকায় নজর রাখতে দেখা যায়। অন্যদিকে আলিয়া তার শাশুড়ি মা নীতুকে নিয়ে বাংলোয় প্রবেশ করেন।

এই বিশাল বাংলোর পাশাপাশি আলিয়া ও রণবীর দুজনেরই বান্দ্রা এলাকায় চারটি ফ্ল্যাট রয়েছে এবং যার মূল্য প্রায় ৬০ কোটি টাকারও বেশি।

জানা যাচ্ছে, রণবীর-আলিয়ার সঙ্গে এই বাংলোর অর্ধেক মালিক হবেন রাহার দাদী নীতু কাপুর। কারণ ঋষি কাপুর তার সমস্ত সম্পত্তি অর্ধেক মালিকানা স্ত্রীর নামে করেছিলেন।

যদিও নীতু নিজে আর্থিকভাবে স্বচ্ছল এবং তিনি সম্প্রতি বান্দ্রা এলাকাতেই ১৫ কোটি টাকার একটা বিলাসবহুল বাড়ি কিনেছেন। তবে বান্দ্রা এলাকায় এই নতুন বাংলো তৈরি হলে রণবীরের পুরো পরিবার একসঙ্গেই থাকবেন। আপাতত রাহাকে নিয়ে রণবীর-আলিয়া তাদের বাড়ি ‘বাস্তু’তে থাকেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com