রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন

২১ বছরে ২৫ কোটি সম্পত্তির মালিক ভারতীয় টিভি অভিনেত্রী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

ফেসবুক, ইনস্টাগ্রামে পোস্ট করে লাখ লাখ টাকা ইনকামের কথা আজকাল সবারই জানা। কিন্তু এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করেই অল্প বয়সে কোটিপতি বনে চলে গেছেন ভারতের এক টিভি অভিনেত্রী।

ভারতীয় টিভি পর্দায় জনপ্রিয় মুখ জান্নাত জুবের রহমানী। ২১ বছর বয়সী এই অভিনেত্রীর অভিনয়ের ক্যারিয়ার শুরু মাত্র ৯ বছর বয়স থেকে। ২০০১ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম তার।

২০১০ সালে ‘দিল মিল গায়ে’ নামে একটি সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন তিনি। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি এই অভিনেত্রীকে।

একের পর এক সিরিয়ালে অভিনয় করে প্রশংসার ফুলে পূর্ণ করেছেন ক্যারিয়ার ঝুড়ি। এরপর ২০১৮ সালে বলিউডে রানি মুখোপাধ্যায়ের ছবি ‘হিচকি’তে এক ছাত্রীর ভূমিকায় কাজের সুযোগ পান তিনি।

এছাড়া বেশ কিছু পাঞ্জাবি এবং হিন্দি ছবিতে কাজ করতে দেখা গেছে তাকে। তবে অবাক করার বিষয় হলো সমাজ মাধ্যমে বেশ জনপ্রিয় এই অল্পবয়সী অভিনেত্রী। শুধু ইনস্টাগ্রামেই তার ফ্যান ফলোয়ারের সংখ্যা ৪ কোটি ৬০ লাখের বেশি।

আর এ কারণে ইনস্টাগ্রামে এক একটি পোস্ট থেকে তিনি পান প্রায় দেড় লাখ টাকা। কোনও কোনও পোস্টে আয়ের পরিমাণ আরও বেশি। অভিনয় আর সোশ্যাল মিডিয়ার ১৩ বছরের ক্যারিয়ার থেকে আয় হিসাব করলে বর্তমানে তিনি প্রায় ২৫ কোটি টাকার সম্পত্তির মালিক। এ হিসেবে তার মাসিক আয় দাঁড়ায় প্রায় ২৫ লাখ টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com