শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন

১৯ সন্তানের মা হয়েও ডক্টরেট অর্জন! সৌদি নারীর অনুপ্রেরণার গল্প

  • আপডেট সময় সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫

সন্তান লালন-পালনের চাপে অনেক নারীই পড়ালেখা ছেড়ে দিতে বাধ্য হন। তবে ১৯ সন্তানের মা হয়েও সৌদি আরবের এক নারী ডক্টরেট ডিগ্রি অর্জন করে সবার জন্য এক অনন্য উদাহরণ তৈরি করেছেন। তার নাম হামদা আল রুয়াইলি।

১০ ছেলে ও ৯ মেয়ের মা হামদা সম্প্রতি সংবাদমাধ্যম আল এখবারিয়া-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, কীভাবে তিনি সন্তানদের পরিচর্যা, কর্মজীবন এবং পড়ালেখা একইসঙ্গে সামলেছেন।

মানসিক স্বাস্থ্য খাতে প্রশাসনিক পদে কাজ করার পাশাপাশি অনলাইনে ব্যবসাও পরিচালনা করেন হামদা। তিনি বলেন, আমি দিনের বেলা সন্তানদের দেখাশোনা করি এবং আমার পেশাগত দায়িত্ব পালন করি। রাতের বেলা ব্যবসা ও পড়ালেখা করি। আমি কোনো বিশৃঙ্খলা চাই না। তাই খুব সতর্কভাবে আমার প্রতিদিনের সময়সূচি পরিকল্পনা করি।

৪৩ বছর বয়স হওয়ার আগেই তিনি ব্যাচেলর, মাস্টার্স এবং ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। এত ব্যস্ততার মাঝেও শিক্ষার প্রতি তার আগ্রহ কখনোই কমেনি।

হামদা জানান, এত বড় পরিবার সামলানো ছিল এক বিশাল চ্যালেঞ্জ। কিন্তু তিনি কখনো হাল ছাড়েননি। তার জীবনের অনুপ্রেরণা ছিলেন শিক্ষক ও সামরিক কর্মকর্তারা। তিনি বলেন, আমার রোল মডেল হলেন সেই শিক্ষক, যিনি শিক্ষার্থীভর্তি ক্লাস চালান। আর সামরিক অফিসার, যারা বিশাল সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করেন। আমার কাছে একটি সন্তানকে মানুষ করা মানে ১০টি সন্তানকে মানুষ করা। আমি তাদের প্রয়োজন বুঝি, লক্ষ্য নির্ধারণে সাহায্য করি এবং তাদের ইচ্ছাপূরণে উৎসাহ দিই।

হামদার সন্তানরাও পড়ালেখায় মেধাবী। তার এক মেয়ে এতটাই মেধাবী যে তার পড়াশোনার খরচ বহন করছে কিং আব্দুল আজিজ সেন্টার। এ প্রসঙ্গে হামদা বলেন, আমি আমার সন্তানদের জন্য এমন একটি পরিবেশ তৈরি করেছি, যেখানে তারা নিজেদের লক্ষ্য অর্জনে কাজ করতে পারে। আমার সন্তানেরা প্রত্যেকেই স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাচ্ছে।

তীব্র দায়িত্ব এবং বাধাবিপত্তি সত্ত্বেও পড়ালেখা চালিয়ে যাওয়া প্রসঙ্গে হামদা বলেন, এত সন্তানের মা হওয়া সত্ত্বেও, আমি আমার শিক্ষার স্বপ্নকে কখনো বিসর্জন দেইনি। আল্লাহর অশেষ রহমতে, এই সাফল্য সহজ ছিল না। এটি পরিকল্পনা, ধৈর্য এবং পরিবারের সমর্থনের ফল।

হামদা আল রুয়াইলির এই গল্প শুধু সৌদি আরব নয়, সারা বিশ্বের নারীদের জন্য এক বিরল অনুপ্রেরণা। পরিবার ও কাজের মধ্যে ভারসাম্য রেখে কীভাবে সাফল্যের চূড়ায় পৌঁছানো যায়, তা তিনি দেখিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com