কিউবার কর্তৃপক্ষ জানিয়েছে, হাভানা থেকে বিমানটি উড্ডয়নের পরই পাখির সঙ্গে ধাক্কা খায়। এতে বিমানটির ইঞ্জিনে সমস্যা দেখা যায়। এ অবস্থায় সেটি জরুরি অবতরণের জন্য হাভানায় ফিরে আসে।
বিমানবন্দর থেকে আকাশে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটির একটি ইঞ্জিন ও ডগার সঙ্গে পাখির ধাক্কা লাগে বলে বলে জানায় সাউথওয়েস্ট এয়ারলাইনস।বিবৃতিতে আরও বলা হয়, পাখির সঙ্গে ধাক্কার পর বিমানটিকে নিরাপদে হাভানায় ফিরিয়ে আনেন পাইলটরা। কেবিনে ধোঁয়া ঢুকে যাওয়ায় জরুরি অবতরণের পর বিমান থেকে যাত্রীদের নামিয়ে নেওয়া হয়।যাত্রীদের আরেকটি ফ্লাইটে ফোর্ট লডারডেলে পাঠানো হবে বলে জানায় সাউথওয়েস্ট এয়ারলাইনস।
এদিকে, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে কিউবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সূত্র: দ্য গার্ডিয়ান, রয়টার্স, ফক্স৩৫