১১টি দেশের জন্য ভিসামুক্ত পর্যটন সুবিধা দেয়ার পরিকল্পনা হাতে নিয়েছে রাশিয়া।
সম্প্রতি ইস্টার্ন ইকোনমিক ফোরামের সাইডলাইন বৈঠকে এমনটাই জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে রুদেনকো। তিনি জানান, কয়েকটি এশীয় দেশের জন্য ভিসাসংক্রান্ত জটিলতা দূর করার জন্য কাজ করে যাচ্ছে রাশিয়া।
দেশগুলো হলো মালয়েশিয়া, বাহরাইন, ওমান, সৌদি আরব, বাহামা, বার্বাডোজ, হাইতি, জাম্বিয়া, কুয়েত, মেক্সিকো এবং ত্রিনিদাদ ও টোবাগো।
রাশিয়ার অর্থনৈতিক উন্নয়নমন্ত্রী ম্যাক্সিম রেশেতনিকভ বলেছেন, ‘আমরা পরিবহন ও পর্যটনকে ভিসা ফ্রি করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ করতে হয়। বিশেষ করে কুয়েত, ওমান, বাহরাইন, সৌদি আরব ও মালয়েশিয়ার জন্য ভিসামুক্ত পর্যটনের সুযোগ নিয়ে ভাবা হচ্ছে। আমাদের প্রিমিয়াম শ্রেণীর পর্যটক সাধারণত এ দেশগুলো থেকেই আসে।’