রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:১৯ অপরাহ্ন

১০০০ টাকাতেই দার্জিলিংয়ে লাক্সারি ভাবে থাকার রুম

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

কোথাও ঘুরতে যাওয়ার আগে সেখানে কত টাকা খরচ হতে পারে সে বিষয়ে একটা ধারণা তৈরি করে নি আমরা। দার্জিলিং এ ঘুরতে যেতে চাইলে সেখানকার হোম স্টে বা হোটেল গুলির খরচ কেমন তা জানা দরকার। নাহলে সম্পূর্ণ ভ্রমণের খরচ কতটা হবে তা আন্দাজ করা যাবে না। দার্জিলিং ভ্রমণের ক্ষেত্রে এমন অনেকগুলি সরকারি হোটেল রয়েছে যেখানে থাকা খাওয়ার খরচ খুবই কম। এই হোটেলগুলি আপনাকে ভ্রমণের দারুন অভিজ্ঞতা দিতে পারে। টুরিস্ট স্পট গুলি থেকে কাছে অবস্থিত হওয়া সত্বেও এখানে থাকা খাওয়ার জন্য কোন অতিরিক্ত চার্জ নেওয়া হয় না। অল্প খরচে পর্যটকদের সুবিধা দেয়ার জন্য এই হোটেলগুলি খোলা হয়েছে। আজকের প্রতিবেদনে এমন চারটি সরকারি হোটেলের (Government Hotel in Darjeeling) খোঁজ দেওয়া হল।

কার্শিয়াং টুরিস্ট লজ

পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন কর্পোরেশনের তেনজিং নোরগে রোডে অবস্থিত এই লজটি (Government Hotel in Darjeeling)। এই লজে মোট ২০ টি ঘর রয়েছে। অন্যান্য হোটেলের মতো প্রায় সব রকম সুযোগ-সুবিধাই পাওয়া যাবে এই লজটিতে। ঘরগুলি সাজানো গোছানো এবং পরিষ্কার-পরিচ্ছন্ন। প্রত্যেকটি রুমে আলমারি, ড্রেসিং টেবিল, টিভির মতন প্রয়োজনীয় ও বিনোদনমূলক সবরকম ব্যবস্থাই রাখা রয়েছে। বড় কুইন সাইজ বিছানার ব্যবস্থাও রয়েছে এই লজে। এখানে এক রাত থাকার খরচ ১৫০০ টাকা। লজটির ফোন নাম্বার ০৩৫৪২৩৪৪০৯।

ডাফে মুনাল টুরিস্ট লজ

এই লজ (Government Hotel in Darjeeling) থেকে দার্জিলিং টুরিস্ট স্পট গুলি অনেকটাই কাছে পড়বে। ঝান্ডি দরা সান রাইজ ভিউ পয়েন্ট, ইকোপার্ক, লাভা, ডাবলিং ভিউ পয়েন্ট, চারখোলা, রিশপ ইত্যাদি দর্শনীয় স্থান গুলি ঘুরে আসতে পারবেন এই লস থেকে। কিন্তু এই লজে ঘরের সংখ্যা মাত্র ২ টি। রুমের ভিতর রয়েছে কাঠের তৈরি আসবাব। ২ টি রুমই ডবল ডিলাক্স বেডরুম। এই রুম গুলির এক রাতের জন্য ভাড়া পড়বে ১৫০০ টাকা। এই লজের ফোন নম্বর ০৩৫৪২২৫৪৮৭৯।

জোরপোখারি টুরিস্ট লজ

দার্জিলিং এর একাধিক বিখ্যাত টুরিস্ট স্পট গুলি এই লজ থেকে খুব কাছে অবস্থিত। এখান থেকে যাওয়া যায় টংলু, সান্দাকফু, ফালটু, চিত্রে, তিস্তা, দার্জিলিং টাইগার হিল, মিরিক, দুধিয়া। এমনকি শিলিগুড়িও যাওয়া যেতে পারে এখান থেকে। কপাল ভালো থাকলে লজ থেকেই দেখা যেতে পারে কাঞ্চনজঙ্ঘার অপরূপ শোভা মন্দিত চূড়া। এই লজে (Government Hotel in Darjeeling) হোটেল রুম গুলি ছোট, বড় সব ধরনেরই রয়েছে। রয়েছে গিজার ও বড় বেডের ব্যবস্থাও। এই লজ গুলিতে একরাত থাকার খরচ ১০০০ টাকা থেকে ৪০০০ টাকা অব্দি হতে পারে।

ম্যাপেল টুরিস্ট লজ

দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল এলাকায় এরিক বেঞ্জামিন রোডে অবস্থিত এই লজটি (Government Hotel in Darjeeling)। বিভিন্ন ধরনের রুমের অপশন পেয়ে যাবেন আপনারা। এখানে রয়েছে ৪ টি বেডের একটি রুম, ডবল বেড রুম, ডবল ডিলাক্স বেডরুম। ঘর ভাড়া ১৫০০ টাকা থেকে শুরু। এই লজ এর ফোন নাম্বার ০৩৫৪২২৫২৮১৩। এই লজ থেকেও দার্জিলিংয়ের একাধিক টুরিস্ট স্পট অনেকটাই কাছে পড়বে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com