বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৯:১৫ পূর্বাহ্ন
Uncategorized

হোটেল লেক ক্যাসেল লিমিটেড

  • আপডেট সময় সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

এটি আন্তর্জাতিক মানের আবাসিক হোটেল। ২০০০ সালে এটি প্রতিষ্ঠিত হয়।

ঠিকানা এবং অবস্থান

হোটেল লেক ক্যাসেল লিমিটেড

বাড়ি: ১/এ, সড়ক: ৬৮/এ,

গুলশান-২, ঢাকা-১২১২।

ফোন: ৮৮১২৮১২, ৮৮১৪১৩৭, ৮৮১৪৯১৫

৮৮২৯৫০৩, ৮৮১৬১৮৬-৯০

ফ্যাক্স: ৮৮০২-৯৮৮৪৬৭৫

ইমেইল: htllake@agni.com , htllake@optimaxbd.net

ওয়েব সাইড: www.hotellakecastle.com

অতিথি বা বোর্ডারদের জন্য সার্ভিস এবং সুবিধাসমূহ

  • ৬০টি রুম। সবগুলো রুমই শীতাতপ নিয়ন্ত্রীত।
  • ২৪ ঘন্টা প্রহরী সুবিধা।
  • ভিআইপি এসিস্টেন্ট।
  • চেক ইন/চেক আউটের সময় বর্ধিত করার সুবিধা।
  • জরুরী মুহুর্তে ডাক্তারের সুবিধা।
  • সকল রুমেই মিনি বার সুবিধা।
  • এনডব্লিউডি/আইএসডি/লোকাল কল করার সুবিধা।
  • স্যাটেলাইট চ্যানেলযুক্ত টেলিভিশন সুবিধা।
  • ২৪ ঘন্টা সিকিউরিটি সুবিধা সিসিটিভি ক্যামেরাসহ।
  • সেফটি ডিপোজিট বক্সের সুবিধা।
  • গিফট শপ।
  • ঠান্ডা এবং গরম পানির ব্যবস্থা।
  • ২৪ ঘন্টা বিদ্যূৎ সুবিধা।
  • বহুভাষিক কর্মকর্তা।
  • হোটেলে লিমুজিন গাড়ী ভাড়া সুবিধা।
  • কুরিয়ার (DHL) সার্ভিস সুবিধা।
  • শারীরিকভাবে অক্ষম এমন অতিথির জন্য হুইল চেয়ারের ব্যবস্থা।
  • কম্পিউটারাইজড বিলিং পদ্ধতি/ক্রেডিট কার্ড স্যাটেলমেন্ট
  • ২৪ ঘন্টা রুম সার্ভিস।
  • কনফারেন্স সুবিধা।
  • ভ্রমণ বা ট্যুর করার সুবিধা।

রুম এবং স্যুট

এখানে মোট রুম সংখ্যা ৬০টি। রুমগুলো (১) স্ট্যান্ডার্ড রুম; ভাড়া-  ইউ .এস. এ ডলার ৮০++ (২) ডিলাক্স রুম; ভাড়া  ইউ.এস.এ ডলার ১০০++ (৩) সুপার ডিলাক্স রুম: ভাড়া ইউ.এস.এ ডলার  ১২৫++ এবং (৪) স্যুট- এই ৪ ধরনের হয়ে থাকে। প্রত্যেকটি রুমই শীতাতপ নিয়ন্ত্রীত।

রুম সুবিধা

এখানে রুম ভাড়ার সাথে যেসকল সুবিধা পাওয়া যায় সেগুলো হচ্ছে:

  • রুমের প্রবেশের পরপরই পানীয় এবং ফ্রুট বাস্কেট প্রদান;
  • স্থানীয় দৈনিক ইংরেজী পত্রিকা;
  • লোকাল টেলিফোন করার সুবিধা;
  • শিশুর দোলনা;
  • এয়ারপোর্ট থেকে বোর্ডার পরিবহনের জন্য পিকআপ গাড়ি;
  • গাড়ি পার্কিং সুবিধা;
  • ফ্লাইট রিকনফার্মেশন;
  • ঠান্ডা এবং গরম ব্রেকফাস্ট বুফে;
  • কাপড় ইস্ত্রী করার সুবিধা এবং জুতো পলিশের ব্যবস্থা;
  • হেলথ ক্লাব ব্যবহার;
  • সেফটি ডিপোজিট বক্স সুবিধা;

লবি

আকর্ষনীয় ইন্টেরিয়র ডিজাইনকৃত এবং শীতাতপ নিয়ন্ত্রীত সপ্রশস্ত লবি রয়েছে।

রেষ্টুরেন্ট

বোর্ডারদের আপ্যায়ন এবং খাওয়া-দাওয়ার জন্য রয়েছে আন্তর্জাতিকমানসম্পন্ন রেষ্টুরেন্ট- “লেক ভিউ রেষ্টুরেন্ট”। রেস্টুরেন্ট হোটেলের নীচতলায় অবস্থিত। এখানে থাই এবং ইন্ডিয়ান খাবার পরিবেশন করা হয়। সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত রেষ্টুরেন্ট সুবিধা ভোগ করা যায়।

হেলথ ক্লাব

শরীর এবং মন সুস্থ্য রাখতে এখানে অত্যাধুনিক সুবিধাসম্পন্ন জিম এবং হেলথ ক্লাব রয়েছে। এখানে  ব্যায়ামের সহযোগী সবধরনের যন্ত্রপাতি রয়েছে।

কনফারেন্স হল

সামাজিক এবং ব্যবসায়িক যে কোন অনুষ্ঠান, পার্টি, মিটিং, সেমিনার করার জন্য এখানে কনফারেন্স হলরুম রয়েছে।

ব্যবসায়িক সুবিধা

বোর্ডার ব্যবসায়িক যোগাযোগ এবং প্রয়োজনীয় কাগজপত্র তৈরীসহ অন্যান্য গুরুত্বপূর্ন দাপ্তরিক কাজ সমাধানের জন্য রয়েছে বিজনেস সেন্টার। বিজনেস সেন্টার বোর্ডারদের যেসকল সুবিধা দিয়ে থাকে সেগুলো হলো:

  • প্রাইভেট বোর্ডরুম।
  • সেক্রেটারিয়াল সার্ভিস।
  • ফটোকপি।
  • ইন্টারনেট সার্ভিস।
  • ফ্যাক্স সার্ভিস।
  • কুরিয়ার সার্ভিস (DHL)
  • স্ক্যানিং এবং কালার প্রিন্টিং।

ট্যুর এবং সাইট পরিদর্শন

এখানে বোর্ডারদের ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা, দৃষ্টিনন্দন স্থান এবং গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা পরিদর্শনের ব্যবস্থা রয়েছে। ঢাকার মধ্যে যেমন লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, বঙ্গভবন এবং ঢাকার বাইরের কক্সবাজার, সুন্দরবন, সেন্টমার্টিন দ্বীপ, শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন করানো হয়। বাঙ্গালী জাতির অতীত ঐতিহ্য অতিথিগনের নিকট তুলে ধরা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com