শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩১ পূর্বাহ্ন
Uncategorized

হোটেল গুলশান ইন

  • আপডেট সময় বুধবার, ১২ মে, ২০২১

বেসরকারী মালিকানায় প্রতিষ্ঠিত হোটেল গুলশান ইন ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই হোটেলটিতে দেশী ও বিদেশী উভয় ধরনের বোর্ডারদের থাকার ব্যবস্থা রয়েছে।

অবস্থান

মহাখালী তিতুমীর কলেজ থেকে ৫০ গজ উত্তর দিকে এবং গুলশান ১ নম্বর ডি.সি.সি মার্কেটের ২৫ গজ পশ্চিম দিকে এই হোটেলটি অবস্থিত।

ঠিকানা

হাউজ # ৯, রোড # ১৮, গুলশান # ১, ঢাকা – ১২১২, বাংলাদেশ।

ফোন: ৯৮৯৫০৭৩

ফ্যাক্স: ৯৮৯৩৬০০

হটলাইন: ০১৬৮১-১৮৭০৫৮

ই-মেইল: [email protected]

ওয়েব সাইট: www.gulshaninn.com

হোটেল ভবন

  • সম্পূর্ণ হোটেল ভবনটি ৫ তলা
  • গ্রাউন্ড ফ্লোরে গাড়ির গ্যারেজ, ২য় তলার এক পাশে অনুসন্ধান কেন্দ্র এবং অপর পাশে ডাইনিং রুম অবস্থিত।
  • অবশিষ্ট ৩য়, ৪র্থ ও ৫ম তলায় বোর্ডারদের থাকার ব্যবস্থা রয়েছে।

অনুসন্ধান ডেস্ক

  • হোটেলের অনুসন্ধান ডেস্কটি ভবনের ২য় তলায় সিঁড়ি দিয়ে উঠে হাতের ডানপাশে অবস্থিত।
  • অনুসন্ধান ডেস্কে সার্বক্ষণিক ২ জন ব্যক্তি অবস্থান করেন।

রুমগুলো

  • এই হোটেলর সকল রুমই শীতাতপ নিয়ন্ত্রিত।
  • স্যুট ও ডিলাক্স এই দুই ক্যাটাগরীর ডাবল সিঙ্গেল মিলিয়ে মোট ১৮ টি রুম রয়েছে।
  • স্যুট ক্যাটাগরীর রুম সংখ্যা ৮ টি এবং ডিলাক্স ক্যাটাগরীর রুম সংখ্যা ১০ টি।
  • স্যুট রুমগুলোতে রয়েছে ২ টি ডাবল বেড ও ২ টি সিঙ্গেল বেড, এটাচড বাথ, সোফা, ড্রেসিং টেবিল।
  • ডিলাক্স রুমগুলোতে রয়েছে ১ টি ডাবল বেড ও ২ টি সিঙ্গেল বেড, এটাচড বাথ, সোফা, ড্রেসিং টেবিল।।

রুমের ভাড়া

  • স্যুট ৬,০০০ টাকা
  • ডিলাক্স ২,৫০০ টাকা

রুম বুকিং

  • রুম খালি থাকা সাপেক্ষে ন্যূনতম ৩ দিন আগে সরাসরি কিংবা ফোনের মাধ্যমে রুম বুকিং দেয়া যায়।
  • দেশীয় বোর্ডারদের রুম বুকিংয়ের সময় জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং বিদেশী বোর্ডারদের পাসপোর্টের ফটোকপি জমা দিতে হয়।
  • রুম বুকিং এর সময় ১ দিনের ভাড়ার ৫০% অগ্রীম পরিশোধ করতে হয়।

খাবার দাবার

  • হোটেল ভবনের ২য় তলায় নিজস্ব ডাইনিং রুম রয়েছে।
  • বোর্ডার চাইলে ডাইনিং রুমে গিয়ে কিংবা অর্ডার দিয়ে রুম সার্ভিস সুবিধা গ্রহণ করতে পারেন।
  • বোর্ডারদের পছন্দানুযায়ী সকল ধরনের খাবার তৈরি করে দেওয়া হয়, সম্ভব না হলে বাইরে থেকে আনিয়ে দেয়া হয়। এর জন্য আলাদা কোন সার্ভিস চার্জ প্রদান করতে হয় না। শুধুমাত্র খাবারের বিল পরিশোধ করলেই হয়।
  • খাবারের বিল খাবারের মেনুর উপর নির্ভর করে।

পরিবহন ব্যবস্থা

  • বোর্ডারদের এয়ারপোর্ট আনা নেওয়া করার জন্য নিজস্ব ১২ সিটের একটি মাইক্রোবাস রয়েছে।
  • এজন্য আলাদা কোন চার্জ প্রদান করতে হয়।
  • ব্যক্তিগত ভ্রমণে গাড়ি সরবরাহের কোন ব্যবস্থা নেই।

বিনোদন ব্যবস্থা

  • সকল রুমের বিনোদনের জন্য স্যাটেলাইট সংযোগসহ রঙ্গিন টিভি রয়েছে।
  • বোর্ডার চাইলে বাংলা/ইংরেজী পত্রিকা সরবরাহ করা হয়।
  • সাইবার ক্যাফের আলাদা কোন ব্যবস্থা নেই।

কমন রুম

  • নিজস্ব একটি কমন রয়েছে। যার ধারণ ক্ষমতা ৩০ জন। কমন রুমে সভা, সেমিনার আয়োজনের ব্যবস্থা রয়েছে। কমন রুম ব্যবহারের জন্য আলাদা কোন চার্জ প্রদান করতে হয় না।

বিল পরিশোধ

  • এই হোটেলর সকল প্রকার বিল ক্যাশের পাশাপাশি ক্রেডিট কার্ডের মাধ্যমেও পরিশোধ করা যায়।
  • ক্রেডিট কার্ডগুলোর মধ্যে ভিসা, মাস্টার ও সকল প্রকার এটিএম কার্ড গ্রহণ করা হয়।

নিরাপত্তা

  • প্রতি ফ্লোরে রয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা, সিকিউরিটি গার্ড ব্যবস্থা।
  • অগ্নি নির্বাপনের জন্য রয়েছে সিলিন্ডার, বালুর বাক্স, ফায়ার এক্সিট ব্যবস্থা।

কিভাবে যাবেন?

  • গুলিস্তান, ফার্মগেট থেকে ৬ নম্বর বাসে, মিরপুর ১০ নম্বর থেকে একুশে পরিবহন, আলিফ পরিবহন যোগে কিংবা সি.এন.জি অটোরিক্সা, মোটর সাইকেলে করে গুলশান ১ নম্বর গোলচত্ত্বরের পাশেই অবস্থিত গুলশান ১ ডি.সি.সি. মার্কেটের ২৫ গজ পশ্চিম দিকে এই হোটেলটি অবস্থিত।

বিবিধ

  • নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য রয়েছে নিজস্ব জেনারেটর ব্যবস্থা। বিদ্যুৎ চলে গেলে জেনারেটরের মাধ্যমে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা সচল রাখা হয়।
  • হোটেলের এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে যাতায়াতের জন্য কোন লিফট এর ব্যবস্থা নেই।
  • বোর্ডারদের জন্য নিজস্ব কোন গাইড সরবরাহের ব্যবস্থা নেই।
  • ফরেন মানি এক্সচেঞ্জ, খেলাধুলা ব্যবস্থা, সুইমিং পুল এর কোন ব্যবস্থা নেই।

ব্যাংক

হোটেল ভবনের সাথেই রয়েছে এন.সি.সি ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর গুলশান ১ শাখা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com