বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৬:৫৩ অপরাহ্ন
Uncategorized

হোটেল ওয়াশিংটন লি:

  • আপডেট সময় রবিবার, ১১ জুলাই, ২০২১

হোটেল ওয়াশিংটন লি: ব্যক্তি মালিকানায় প্রতিষ্ঠিত ও পরিচালিত একটি আবাসিক হোটেল। এই হোটেলটিতে দেশী ও বিদেশী উভয় ধরনের বোর্ডারদের থাকার ব্যবস্থা রয়েছে।

অবস্থান

গুলশান ১ নম্বর গোল চক্কর থেকে গুলশান ২ এর দিকে যাওয়ার পথে ১০০ গজ পশ্চিম দিকে হাতের ডান পাশে সিলভার টাওয়ার এর পাশেই হোটেল ওয়াশিংটন অবস্থিত।

ঠিকানা

৫৬, গুলশান এভিনিউ, বীর উত্তম শওকত সড়ক রোড নং ১৩২, গুলশান ১, ঢাকা – ১২১২।

ফোন: ৮৮৫১৪৬৭-৭২, ৮৮৫০০৯১-৯৪

ফ্যাক্স: ৮৮-০২-৯৮৯৪৯১৫

এস.এম.এস: whinfo ®3333

হটলাইন: ০১৮১৯-২৩১৯৫৯

ই-মেইল: resv@washingtonbd.com ; gm@washingtonbd.com

ওয়েব সাইট: www.washingtonbd.com

হোটেল ভবন

  • সম্পূর্ণ হোটেল ভবনটি ৮ তলা
  • নিচতলায় প্রবেশ মুখের সাথেই অনুসন্ধান ডেস্ক, অনুসন্ধান ডেস্কের সাথে রয়েছে অফিস রুম। এছাড়া নিচতলায় রয়েছে ফাস্ট ফুড শপ ও সিঁড়ি এবং লিফট। নিচতলার এক পাশে রয়েছে গাড়ির গ্যারেজ।
  • অবশিষ্ট ফ্লোরগুলোতে রয়েছে রেষ্টুরেন্ট/ডাইনিং রুম, কনফারেন্স রুম, গেমস জোন এবং বোর্ডারদের থাকার ব্যবস্থা।

অনুসন্ধান ডেস্ক

  • হোটেলের অনুসন্ধান ডেস্কটি ভবনের নিচ তলায় প্রবেশ মুখের সাথেই অবস্থিত।
  • অনুসন্ধান ডেস্কে সার্বক্ষণিক ৪ জন ব্যক্তি দায়িত্ব পালন করেন।

রুমগুলো ও ভাড়া

  • এই হোটেলর সকল রুমই শীতাতপ নিয়ন্ত্রিত।
  • সর্বমোট রুমের সংখ্যা ১০১ টি
  • রুমগুলোতে রয়েছে এটাচড বাথরুম, ঠান্ডা ও গরম পানি ব্যবস্থা।
  • টেলিফোন, ইন্টারনেট সার্ভিস, লন্ড্রি সার্ভিস সুবিধা।
রুমের ধরন ভাড়া (ইউ.এস ডলার)
প্রিমিয়াম সিঙ্গেল $ 100
ডিলাক্স টুইন $ 130
জেআর অ্যাম্বাসিডর স্যুট $ 130
অ্যাম্বাসিডর স্যুট $ 150
প্রেসিডেন্ট স্যুট $ 220
  • বিশেষ প্রয়োজনে এক্সট্রা বেডের প্রয়োজন হলে অতিরিক্ত $ 10 ডলার পরিশোধ করতে হয়।

overal information on hotel washington, gulshan, dhaka.

রুম বুকিং

  • রুম খালি থাকা সাপেক্ষে ন্যূনতম ৭ দিন আগে সরাসরি কিংবা ফোনের মাধ্যমে রুম বুকিং দেয়া যায়।
  • দেশীয় বোর্ডারদের রুম বুকিংয়ের সময় জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং বিদেশী বোর্ডারদের পাসপোর্টের প্রথম ৫ পাতার ফটোকপি জমা দিতে হয়।
  • রুম বুকিং এর সময় ১ দিনের ভাড়ার ৫০% অগ্রীম পরিশোধ করতে হয়।

খাবার দাবার

  • হোটেলটিতে নিজস্ব রেষ্টুরেন্ট/ডাইনিং রুম রয়েছে।
  • বোর্ডার চাইলে রেষ্টুরেন্টে গিয়ে কিংবা অর্ডার দিয়ে রুম সার্ভিস সুবিধা গ্রহণ করতে পারেন।
  • রেষ্টুরেন্টে ইন্ডিয়ান, থাই, চাইনীজ, এরাবিয়ান, কন্টিনেন্টাল, বাংলাদেশী সকল ধরনের খাবার সরবরাহ করা হয়।
  • খাবারের বিল খাবারের মেনুর উপর নির্ভর করে। খাবারের বিলের সাথে ১৫% ভ্যাট ও ৭% সার্ভিস চার্জ পরিশোধ করতে হয়।

পরিবহন ব্যবস্থা

  • বোর্ডারদের এয়ারপোর্ট আনা নেওয়া করার জন্য নিজস্ব ৩ টি গাড়ি রয়েছে।
  • এজন্য আলাদা কোন চার্জ প্রদান করতে হয়।
  • ব্যক্তিগত ভ্রমণে গাড়ি সরবরাহের কোন ব্যবস্থা নেই।

বিনোদন ব্যবস্থা

  • সকল রুমের বিনোদনের জন্য স্যাটেলাইট সংযোগসহ রঙ্গিন টিভি রয়েছে।
  • বাংলা/ইংরেজী পত্রিকা সরবরাহ করা হয়।
  • সাইবার ক্যাফের ব্যবস্থা রয়েছে।

গেমস ও হেলথ জোন

  • হোটেলটিতে বোর্ডারদের খেলাধুলার জন্য একটি বিলিয়ার্ড জোন রয়েছে।
  • আর স্বাস্থ্য পরিচর্যার জন্য নিজস্ব একটি ব্যায়ামাগার রয়েছে।
  • গেমস জোন ও হেলথ জোন ব্যবহারের জন্য আলাদা কোন চার্জ প্রদান করতে হয় না।

স্বাস্থ্য সেবা

  • এই হোটেলটিতে অবস্থানরত কোন বোর্ডার অসুস্থ হলে প্রাথমিক চিকিৎসা প্রদানের ব্যবস্থা রয়েছে।
  • বোর্ডার চাইলে ডাক্তার কল করে আনা হয়।

মানি এক্সচেঞ্জ

  • হোটেলের নিজস্ব কিংবা অভ্যন্তরীণ কোন মানি এক্সচেঞ্জ নেই। তবে বোর্ডার চাইলে বাইরে থেকে লোক আনিয়ে এক্সচেঞ্জ এর ব্যবস্থা করা হয়। বিনিময় মূল্য মার্কেট রেট অনুযায়ী হয়ে থাকে।

বিল পরিশোধ

  • এই হোটেলর সকল প্রকার বিল ক্যাশের পাশাপাশি ক্রেডিট কার্ডের মাধ্যমেও পরিশোধ করা যায়।
  • ক্রেডিট কার্ডগুলোর মধ্যে ভিসা, মাস্টার ও সকল প্রকার এটিএম কার্ড গ্রহণ করা হয়।

সেমিনার রুম

  • এই হোটেলটিতে ৫০, ১০০ ও ১৫০ সিটের ৩ টি সেমিনার রুম রয়েছে।
  • সেমিনার রুম ব্যবহারের জন্য আলাদা কোন চার্জ প্রদান করতে হয় না।

নিরাপত্তা

  • প্রতি ফ্লোরে রয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা, সিকিউরিটি গার্ড ব্যবস্থা।
  • অগ্নি নির্বাপনের জন্য প্রতি ফ্লোরে রয়েছে সিলিন্ডার, বালির বালতি, ফায়ার এক্সিট ব্যবস্থা।
  • ভি.আই.পি বোর্ডারদের নিরাপত্তা প্রদানের জন্য প্রয়োজনে থানা পুলিশের সহায়তা নেয়া হয়।

বিবিধ

  • নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য রয়েছে নিজস্ব জেনারেটর ব্যবস্থা। বিদ্যুৎ চলে গেলে জেনারেটরের মাধ্যমে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা সচল রাখা হয়।
  • হোটেলের এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে যাতায়াতের জন্য সিঁড়ির পাশাপাশি ২ টি লিফট রয়েছে।
  • বোর্ডারদের জন্য নিজস্ব কোন গাইড সরবরাহের ব্যবস্থা নেই।

ব্যাংক

হোটেল ভবনের বিপরীত পাশে এন.সি.সি ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও কমার্সিয়াল ব্যাংকের শাখা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com