শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩০ পূর্বাহ্ন
Uncategorized

হোটেল অর্কিড প্লাজা

  • আপডেট সময় সোমবার, ১০ মে, ২০২১

ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিলের সংলগ্ন এলাকায় আন্তজার্তিক মানের ডুলেক্স আবাসিক হোটেল ‘হোটেল আর্কিড প্লাজা’। এই হোটেলটিতে দেশী ও বিদেশী উভয় ধরনের বোর্ডারদের থাকার ব্যবস্থা রয়েছে। হোটেলটি ১১ তলা বিশিষ্ট।

ঠিকানা ও অবস্থান

৭১, নয়াপল্টন (ভিআইপি রোড)

পল্টন, ঢাকা-১০০০, বাংলাদেশ।

ফোনঃ ৯৩৩০৮২৯, ৯৩৩১৮৩২, ৯৩৩২৩৬৮, ৯৩৩৩৪৭৭

ফ্যাক্স: ৮৮০-২-৯৩৩২৩৬৯

ইমেইল:  [email protected][email protected]

ওয়েবসাইটঃ www.hotelorchardplaza.com

বুকিং

সরাসরি, টেলিফোন এবং মেইলের মাধ্যমে বুকিং-এর পাশাপাশি অনলাইনে বুকিং দেওয়া যায়।

হোটেলের সুবিধাসমূহ  

  • ২৪ ঘন্টা ফ্রন্ট ডেস্ক
  • ২৪ ঘন্টা রুম সার্ভিস
  • রিমেট কন্ট্রোল সিস্টেম শীতাতপ নিয়ন্ত্রিত রুমসমূহ
  • কানেকটিং রুমের ব্যবস্থা
  • অতিরিক্ত বেডের ব্যবস্থা
  • রিকিয়ুষ্ট এর মাধ্যমে বিনামূল্যে এয়ার পোর্ট পর্যন্ত পিক আপ ব্যবস্থা
  • প্রতিদিনের পত্রিকার ব্যবস্থা
  • প্রতিটি রুমে ইলেক্ট্রনিক নিরাপদ বক্সের ব্যবস্থা
  • ঠান্ডা ও গরম পানি সুবিধা
  • আই ডি ডি টেলিফোন সুবিধা
  • প্রতিটি রুমে টেলিভিশন সহ ক্যাবেল চ্যানেল
  • ইন্টারনেট ওয়াই-ফাই এবং ব্রডবেন্ড সংযোগ ব্যবস্থা
  • লন্ড্রি সুবিধা
  • ফ্রি হেলথ ক্লাব যেখানে রয়েছে ব্যয়ামাগার, পুল টেবিল, সুনা, স্ট্রিম বাথ
  • গাড়ী ভাড়া করার ব্যবস্থা
  • টুর সার্ভিস
  • ফ্রি পার্কিং সুবিধা
  • ফাস্ট এইড বক্স
  • বেনকিউট এবং কনফারেন্স রুম ব্যবস্থা
  • ২৪ ঘন্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা
  • ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের সুব্যবস্থা

রুম সমূহ ও ভাড়া

এই হোটেলে ৩৬ টি বেড রয়েছে।

রুম টাইপ

ভাড়া

প্রিমিয়ার সিঙ্গেল

$ ৮০

ডুলেক্স টুইন

$ ৯০

ডুলেক্স ডাবল

$ ৯০

এক্সকিউটিভ

 $ ১৫০

এক্সট্রা বেড

$ ১৫

  • উপরে উল্লেখিত সকল ভাড়ার সাথে ৫% সার্ভিস চার্জ এবং ১৫% ভ্যাট যোগ হবে।
  • বাবা-মায়ের সাথে অনুর্দ্ধ ১২ বছর পর্যন্ত শিশু বিনামূল্যে থাকতে পারবে।
  • গ্রুপ এবং লং লিভিং এর ক্ষেত্রে আলাদা ভাড়া।

কনফারেন্স/বেনকিউট রুম

বিভিন্ন ধরনের সভা, সেমিনার ও সংবাদ সম্মেলনের জন্য একটি কনফারেন্স রুম রয়েছে।

  • হোটেলটির ৪র্থ তলায় কনফারেন্স/বেনকিউট রুম
  • একসাথে ১৫০ জন লোকের বসার ব্যবস্থা রয়েছে
  • মর্ডাণ মাল্টিমিডিয়া প্রজেক্টর, ওভারহেড প্রজেক্টর এবং কর্ডলেস মাইক্রোফোনের ব্যবস্থা রয়েছে।

হেলথ ক্লাব

এই হোটেলে  জিনমেসিয়াম, পুল টেবিল, সুনা, স্ট্রিম বাথের ব্যবস্থা রয়েছে।

রেষ্টুরেন্ট

হোটেলের ১১ তলায় ‘স্কাই টাচ রেষ্টুরেন্ট’ রয়েছে। রেষ্টুরেন্টটির বৈশিষ্ট্য-

  • এলার্কাটে মেনুতে খাওয়ার ব্যবস্থা।
  • বুফে খাওয়ার ব্যবস্থা রয়েছে। (শনিবার-বৃহস্পতিবার)
  • রেষ্টুরেন্টটি সকাল ৬:৩০ থেকে রাত ১০:৩০ পর্যন্ত খোলা থাকে।
  • এডভান্স টেবিল বুকিং করা যায়। বুকিং এর জন্য রিসেপশনে যোগাযোগ করতে হয়।

পরিবহন সুবিধা

  • বোর্ডার চাইলে এয়ারপোর্ট টু হোটেল যাতায়াতের জন্য পরিবহন ব্যবস্থা করা হয়ে থাকে।
  • এই সুবিধা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায়।

বিল পরিশোধ

  • এই হোটেলটির যাবতীয় বিল ক্যাশ ডলার বা ডলারে মূল্যায়িত ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করা যায়। ভিসা, আমেরিকান এক্সপ্রেস ও মাস্টার কার্ড গ্রহণযোগ্য।

জেনারেটর

  • রাত-দিন ২৪ ঘন্টা নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহের জন্য হোটেলের নিজস্ব জেনারেটর রয়েছে।

এটিএম বুথ

এই হোটেলে কোন এটিএম বুথ নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com