বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৫:২৭ পূর্বাহ্ন

হানিমুনের জন্য যেতে পারেন থাইল্যান্ডের কো সামুই দ্বীপে

  • আপডেট সময় শনিবার, ২২ এপ্রিল, ২০২৩

হানিমুনের জন্য যেতে পারেন থাইল্যান্ডের কো সামুই দ্বীপে।

থাইল্যান্ডের কো-সামুই দ্বীপ পর্যটকদের খুবই প্রিয় জায়গা। ব্যাঙ্কক থেকে ৭০০ কিমি। থাইল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ কো-সামুই। এই দ্বীপের চাওয়েং ওলামই সমুদ্র সৈকত খুবই সুন্দর।

এখানে সাধারন মানের হোটেল থেকে শুরু করে বিলাশবহুল পাচতারা রিসোর্ট, বাংলো ও বিলাশবহুল ভিলা আছে। নানা উৎসব আয়োজনের জন্যও দ্বীপটি বিখ্যাত তাই প্রচুর বিদেশী পর্যটক এখানে সারা বছর ভিড় করে।

তাই হানিমুনে আপনার প্রিয়জনকে নিয়ে ঘুরে আসতে পারেন কো-সামুই থেকে। ব্যাঙ্কক বাই এয়ার গিয়ে সেখান থেকে প্লেন বা বাসে যেতে পারেন কো-সামুই। দ্বীপটি ঘুরে দেখার জন্য ট্যাক্সি, মোটরবাইক পাবেন। এছাড়া সাইট সিয়িং এর জন্য লোকাল ট্যুর অপারেটর বিভিন্ন প্যাকেজ অফার করে থাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com