সেতু গান গাইছে। তাও আবার প্রায় একটানা বললেই চলে। হাওয়ার তালে তালে সে হালেই গান ধরেছে। সেতুর গান শুনতে অনেকে দূর থেকে হাজির হচ্ছেন।
সেতু গান গাইছে! এমন আবার হয় নাকি! কিন্তু সেটাই তো হচ্ছে! যদিও ৮৫ বছরের পুরনো সেতু। কিন্তু গান গাওয়ার অভ্যাসটা শুরু হয়েছে ইদানিং। গান সে গেয়েই চলেছে।
হাওয়ার তালে তালে বদলে যাচ্ছে সুর। যা নিয়ে তার আশপাশের মানুষজন কেউ বিরক্ত, কেউ খুশি। মাঝেমধ্যে এমন সেতুর গান শোনাটা বেশ অন্যরকম হলেও একটানা এটা সহ্য করা একটু কঠিন।
এদিকে সেতুর গান শুনতে এখন মানুষজনের আনাগোনা এখানে বেড়েছে। জলের ধারে বসে অনেকেই সময় কাটাচ্ছেন সেতুর গান শুনে।