শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৯:৪২ অপরাহ্ন

হঠাৎ তুষারে ঢেকে গেল সৌদির মরুভূমি

  • আপডেট সময় সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

সৌদি আরবের আবহাওয়া অন্যরকম আচরণ করছে। দেশটির মরুভূমিতে কয়েকমাস আগেও তুষার দেখা গেছে। সৌদির কিছু এলাকার মরুভূমিতে আবারো দেখা গেল তুষার। সম্প্রতি আল জাউফ এলাকাটি তুষারে ঢেকে গেছে।

জানা যায়, সৌদি আরবের উত্তরাঞ্চলের এলাকা এই আল জাউফ। এখানকার মরুভূমি গত শুক্রবার পরিণত হয়েছে ‘উইন্টার ওয়ান্ডারল্যান্ডে’। সাদা কম্বলের মতো মাটিতে বিছানো ছিল তুষার। দেখলে মনে হবে ইউরোপের কোনো দেশ।

এর আগে, ওই এলাকা ও আশপাশে কয়েকদিন বজ্রসহ ভারী বৃষ্টি হয়েছে। বিশেষ করে সাকাকা সিটি ও দুমাট আল জান্দালে। এই এলাকায় এতদিন বেশির ভাগ সময় বসন্ত দেখা গেছে। এখন শীতের আবহাওয়া বিরাজ করছে।

গত বুধবার থেকে সৌদি আরবের উত্তরাঞ্চলের এলাকা আল জাউফে ভারী বৃষ্টি হয়। ওই সময় চারপাশ ভরে যায় পানিতে। এতেই এই অবস্থার সৃষ্টি হয়। এই দৃশ্য অনেকেই ক্যামেরাবন্দী করেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করেন ভিডিও। তাতে দেখা যায়, রাস্তা ও এর পাশে তুষার পড়ে আছে।

মুহূর্তেই এই ভিডিও ছড়িয়ে পড়ে অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও। সৌদি আরব সাধারণত গরমপ্রধান দেশ। তবে ইদানিং বৃষ্টি বেড়েছে। মরুভূমিতে দেখা যাচ্ছে সবুজ ঘাস। জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এমনটি হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সৌদির রিয়াদ শহরের পশ্চিমে অবস্থিত আফিফ মরুভূমিতে বৃষ্টি হয়। বৃষ্টির পর আফিফ মরুভূমি সাক্ষী হয় বিরল এক ঘটনার। মরুভূমিতে পড়তে থাকে তুষার। দেখে মনে হচ্ছিল মরুভূমির বালুতে বিছানো আছে সাদা কম্বল।

সূত্র: গালফ নিউজ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com