শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:২০ অপরাহ্ন

হংকংয়ে গণতন্ত্রপন্থী ৪৫ নেতাকর্মীর নজিরবিহীন সাজা

  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

গণতন্ত্রপন্থী প্রধান দুই শীর্ষ নেতাসহ অন্তত ৪৫ জন বিরোধী নেতাকর্মীকে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড দিয়েছে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের আদালত। এর নিন্দা জানিয়ে প্রতিক্রিয়া দিয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা একাধিক দেশের পররাষ্ট্র দপ্তর।

কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে আগামী স্থানীয় নির্বাচনের সম্ভাব্য প্রার্থী বেনি তাই আর জোশুয়া ওং রয়েছেন। এদের মধ্যে জোশুয়াকে চার বছরের কারাদণ্ড দেয়া হলেও বেনি তাইকে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। যা জাতীয় নিরাপত্তা আইনের আওতায় এযাবতকালে দেয়া সর্বোচ্চ কারাদণ্ড।

২০১৯ সালে চীনের খবরদারির বিরুদ্ধে হংকংয়ে গণতন্ত্রপন্থীদের ব্যাপক বিক্ষোভ আর সহিংসতার জেরে ২০২০ সালে কঠোর এই আইনের প্রচলন শুরু হয়। ২০২১ সালে আটকদের মধ্য থেকে ৪৭ জনের রায় দেয়া হয় মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে। দুইজনকে খালাস দিয়ে ৪৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় আদালত।

এই রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। করাদণ্ডপ্রাপ্তদের মধ্যে নিজেদের এক নাগরিক থাকায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে অস্ট্রেলিয়া। সমালোচনা নাকচ করে চীনের পররাষ্ট্র দপ্তর বলেছে, সার্বভৌমত্ব আর স্থিতিশীলতার জন্য কঠোর এই আইনের প্রয়োজন আছে।

সূত্র: বিবিসি

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com