আরব সাগরের পাড়ে অবস্থিত মুম্বাই শহরে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে আসা মানুষ তাদের জীবিকা নির্বাহ করতে আসে। এই শহরে ভারতবর্ষের সবথেকে বেশি সংখ্যক ধনী ব্যক্তিরা বসবাস করেন। বিশ্বের সবচেয়ে বেশি সিনেমা তৈরি করে যে বলিউড তার প্রধান কেন্দ্র এই শহর। জাঁকজমকপূর্ণ এবং সদা ব্যস্ত এই শহর ভারতবর্ষের মহারাষ্ট্র রাজ্যের রাজধানী মুম্বাই। কখনো না থেমে থাকা এই শহর বহু মানুষের জীবনে প্রতিষ্ঠা এনে দিয়েছে। সমাজের সকল স্তরের মানুষের উদ্যম এর ফলে বিখ্যাত হওয়া এই শহরের এক ছদ্মনাম স্বপ্নের নগরী। দ্যা সিটি অফ ড্রিমস।
হিন্দি ও মারাঠি ভাষার সিনেমা ও টিভি সিরিয়ালের অভিনেতা, অভিনেত্রী ও কলাকুশলীদের জন্য উত্তম স্থান এই শহর। বৃহৎ মানের শিল্প ও তাদের দপ্তরের অবস্থানের কারণে ভারতের অর্থনীতির মধ্যমনি হিসেবে বিরাজমান মুম্বাই। পর্তুগিজ এবং ব্রিটিশ আমল থেকেই শহরের গুরুত্ব ছিল অসীম। যা ধীরে ধীরে উন্নত হয় এক বৃহৎ আকার নিয়েছে। তো চলুন জেনে নেওয়া যাক মুম্বাই শহর সম্পর্কে কিছু অজানা তথ্য।
শহরের বর্তমান নাম মুম্বাই রাখা হয়েছে মুম্বাদেবি নাম অনুসারে। মুম্বা দেবীর উদ্দেশ্যে নির্মিত মুম্বা দেবী মন্দির মুম্বাই শহরে উপস্থিত। তবে শহরের নাম পূর্বে বোম্বে ছিল। এর গঠন প্রধানত সাতটি দ্বীপ নিয়ে হয়। পর্তুগিজগন সাতটি দ্বীপকে সমন্বিত করে নাম দিয়েছে বোম্বাই।
শহরে মেগাসিটির আয়তন 603 বর্গ কিলোমিটার এবং মেট্রো সিটির আয়তন 4355 বর্গ কিলোমিটার। 2011 জনগণনা অনুযায়ী শুধুমাত্র মেগাসিটি এলাকায় 1 কোটি 24 লাখ 78 হাজার 447 জন লোক বসবাস করে। যা ভারতের মেগাসিটির মধ্যে সবথেকে বেশি এবং মেট্রো এলাকার জনসংখ্যা 1 কোটি 84 লাখ 14 হাজার 288 জন। মুম্বাই শহরের প্রধান ভাষা মারাঠি ভাষা এবং এই শহরের বাসিন্দাদের মুম্বাইকার নামে ডাকা হয়।
বলা হয়ে থাকে মুম্বাই শহর নাকি কোন সময় ঘুমায় না। প্রায় সব সময় ব্যস্ত থাকায় এই শহরের গতিকে বজায় রেখেছে মুম্বইয়ের শহরতলির ট্রেন এবং যাত্রীবাহী বাস। যাত্রী পরিবহন সাপেক্ষে বিশ্বের অন্যতম ব্যস্ত রেল ব্যবস্থা 16 এপ্রিল 1853 সালে চালু হয়। সেই দিনই চালু হয়েছিল ভারতের প্রথম যাত্রীবাহী রেল পরিষেবা বরী বন্দর থেকে থেকে থানে পর্যন্ত। এই রেল পরিষেবা এশিয়া মহাদেশের প্রাচীন রেল পরিষেবা রূপে গণ্য হয়। শহরের প্রথম যাত্রীবাহী বাস পরিষেবা চালু হয় 15 জুলাই 1926 সালে।
এশিয়া মহাদেশ তথা বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি মুকেশ আম্বানি। তার 27 তলার বিশাল বাড়িটি বর্তমানে সবথেকে দামি ব্যক্তিগত বাড়ি। মুম্বাই শহরের নানাবিদ ধর্মীয় স্থল সহ তিনটি ইউনেস্কোর দ্বারা নির্বাচিত ঐতিহ্যবাহী স্থান রয়েছে।
ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রূপে পরিচিত ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস। এটি ভারতবর্ষের মধ্যে ব্যস্ততম একটি রেল স্টেশন। বর্তমানে এই টার্মিনাল ভারতের মধ্য রেল জোনের হেডকোয়াটার।
ভারতবর্ষের অর্থনৈতিক কেন্দ্র মুম্বাইয়ের ধনী ব্যক্তিদের তালিকার কাহিনী কয়েক বছরের নয়। তা শুরু হয়েছিল ইংরেজ আমল থেকেই। মহান ইন্ডাস্ট্রিয়ালিস্ট জামসেদজী টাটা এবং বর্তমানেও বহু নামি ব্যবসায়ী ও ব্যক্তিত্বের বসবাস মুম্বাই শহরে রয়েছে। ব্যবসায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বহু বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার প্রতিষ্ঠান এই শহরে রয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটির নাম আইআইটি বোম্বে, টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ ইত্যাদি।
ভারতের ক্রীড়া জগতের মধ্যে সবথেকে জনপ্রিয় একটি ক্রিকেট খেলা। এই খেলার সকল স্তরের পরিচালনায় থাকা বিসিসিআই এর সদর দপ্তর মুম্বাই শহরে রয়েছে। ভারতের এক প্রাচীন এবং বৃহৎ ক্রিকেট স্টেডিয়াম ব্রাবোন ক্রিকেট স্টেডিয়াম মুম্বাই শহরে রয়েছে। দেশের বহু পরিচিত প্রাক্তন এবং বর্তমান খেলোয়াড় এই শহরে বসবাস করেন।
গেট ওয়ে অফ ইন্ডিয়া, মারিন ড্রাইভ, সিদ্ধিবিনায়ক মন্দির, নারিমান পয়েন্ট, জুহু বিচ, মুম্বাই ফ্লিম সিটি এবং আরো অনেক জনপ্রিয় স্থানের নাম তালিকায় যুক্ত করলেও মুম্বাইতে ঘোরার জায়গা শেষ হয়না।
মুম্বাইয়ের বিখ্যাত ডাব্বাওয়ালা সম্পর্কে আমরা সবাই জানি। রেস্টুডেন্ট বা বাড়ি থেকে ঠিক সময় মত অফিসের কর্মীদের হাতে গরম খাবার টা পৌঁছে দেবার কৃতিত্ব তাদেরই আছে। মুম্বাইয়ের ডাব্বাওয়ালার ব্যবস্থা 1890 সাল থেকে চালু হয় যা আজও চলে আসছে।
মুম্বাই শহর একটি অদ্ভুত এবং চমকপ্রদ শহর। এই শহরে যেমন গগনচুম্বী ইমারত দেখতে পাবেন তেমনি দেখতে পাবেন সারি সারি বস্তি। সমগ্র এশিয়া মহাদেশের অন্যতম বৃহৎ বস্তি ধারাবি এই মুম্বাই শহরে রয়েছে। প্রায় 2.16 বর্গ কিলোমিটার এলাকাজুড়ে থাকা এই বস্তিতে আনুমানিক 10 লক্ষ মানুষের বসবাস রয়েছে।