শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০২:৪০ পূর্বাহ্ন

স্পেনে প্রতিবছর আড়াই লাখ অভিবাসী প্রয়োজন

  • আপডেট সময় রবিবার, ১৬ জুন, ২০২৪

স্পেনের কল্যাণ রাষ্ট্র ব্যবস্থা টিকিয়ে রাখতে প্রতিবছর দুই থেকে আড়াই লাখ অভিবাসী প্রয়োজন। অভিবাসীর প্রয়োজনীয়তা উল্লেখ করে সোমবার (১০ জুন) এ কথা বলেন সামাজিক নিরাপত্তা ও অভিবাসন বিষয়ক মন্ত্রী এলমা সাইজ। খবর ইনফোমাইগ্রেন্টসের।

চলতি বছরের মার্চে প্রথমবারের মতো স্পেনে বিপুলসংখ্যক অভিবাসীর প্রয়োজনীয়তার দাবি করে এলমা সাইজ বলেন, দেশটির সামাজিক নিরাপত্তায় ১০ শতাংশ অভিবাসী অবদান রাখে।

এই দাবির পক্ষে অবস্থান নিয়ে সোমবার মন্ত্রী বলেন, ইউরোপীয় কমিশন, আইআরইএফ, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা জাতিসংঘের মতো সংস্থাগুলোর অনুমান অনুসারে, স্পেনের সামাজিক নিরাপত্তা ব্যবস্থা টিকিয়ে রাখতে ২০৫০ সাল পর্যন্ত স্পেনে প্রতিবছর দুই থেকে আড়াই লাখ অভিবাসী শ্রমিক প্রয়োজন।

এলমা সাইজ বলেন, ‘আমাদের দেশে প্রায় ২৮ লাখ বিদেশি কর্মী রয়েছে। যা স্পেনের মোট অনুমোদিত কর্মী সংখ্যার ১৩.২ শতাংশ। অভিবাসন নিয়ে মিথ্যা ও ভুল তথ্যের বিপরীতে ইতিবাচক ভারসাম্য বজায় রাখতে প্রতিনিধিত্ব করেন বিদেশিরা।

তিনি বলেন, সামাজিক নিরাপত্তা আয়ের ১০ শতাংশ অভিবাসী শ্রমিকদের কাছ থেকে আসে। অথচ তাদের পেছনে ব্যয় এই আয়ের মাত্র ১ শতাংশ।

স্পেনের বর্তমান সোশ্যাল ডেমোক্র্যাট সরকার অভিবাসীপন্থী হিসেবে পরিচিত। সম্প্রতি দেশটিতে বসবাসরত অনিয়মিত অভিবাসীদের স্বাস্থ্যসেবা তথা চিকিৎসাসেবার সুযোগ দিতে একটি আইনের অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com