আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের জন্য স্কলারশিপ দিচ্ছে নিউজিল্যান্ডের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন। ‘টঙ্গারওয়া স্কলারশিপ’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এ স্কলারশিপ প্রদান করা হবে।বাংলাদেশসহ বিশ্বের যেকোন দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। বছরে তিনবার এই স্কলারশিপের জন্য আবেদন করা যায়। ট্রাইমেস্টার-১ এর আবেদনের শেষ তারিখ ২ নভেম্বর, ট্রাইমেস্টার-২ এর আবেদনের শেষ তারিখ ১ মে, ট্রাইমেস্টার-৩ এর আবেদনের শেষ তারিখ ১ আগস্ট।
নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে ১৮৯৭ সালে প্রতিষ্ঠিত ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন সেই দেশের একটি সরকারি বিশ্ববিদ্যালয়। আইন, ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানের জন্য এই ইউনিভার্সিটির খ্যাতি রয়েছে। রিসার্চের জন্য এই ইউনিভার্সিটির খ্যাতি রয়েছে। ১২৫ বছরের পুরনো এই বিশ্ববিদ্যালয়ের মোট ৩টি ক্যাম্পাস রয়েছে।
ইউনিভার্সিটি অব ওয়েলিংটনে যেসকল ফ্যাকাল্টি আছে:
* ফ্যাকাল্টি অব হেলথ
* ফ্যাকাল্টি অব সায়েন্স
* ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং
* ফ্যাকাল্টি অব এডুকেশন
* ফ্যাকাল্টি অব ল
* ফ্যাকাল্টি অব আর্কিটেকচার
* ফ্যাকাল্টি অব বিজনেস
* ফ্যাকাল্টি অব সোশ্যাল সায়েন্স
* ফ্যাকাল্টি অব গ্র্যাজুয়েট রিসার্চ
সুযোগ-সুবিধাঃ
* যে কোন দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
* টিউশন ফি মওকুফ করা হবে।
* স্নাতকের জন্য ১০ হাজার নিউজিল্যান্ড ডলার প্রদান করা হয়। ( বাংলাদেশী টাকায় ৬ লাখ ৫৯ হাজার ২৪০ টাকা)
* স্নাতকোত্তরের জন্য ৫ হাজার নিউজিল্যান্ড ডলার দেওয়া হয়।
* আবাসন-সুবিধাসহ বিভিন্ন অনুদান প্রদান করা হবে।
* আবেদনকারীদের বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিষয় নিয়ে পড়ার সুযোগ রয়েছে।
আবেদন যোগ্যতা:
* আবেদনকারীকে অবশ্যই আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
* নিউজিল্যান্ডের শিক্ষার্থীরা এ স্কলারশিপের যোগ্য নয়।
* আবেদনকারীকে বিশ্ববিদ্যালয়ের যেকোন প্রোগ্রামে ভর্তি নিতে হবে।
* একাডেমিকে ফলাফল ভালো হতে হবে।
* ইংরেজি ভাষার দক্ষতা কোর্স সম্পন্ন করতে হবে।