এরপরে ২০১৫ সালে আলাপ্পুঝার ফ্যামিলি কোর্টের সামনে আরও একটি পিটিশন করেন। তিনি জানান, তাঁর স্বামী রাজু কুরিয়ান তাঁকে ইতিমধ্যেই পরিত্যাগ করেছে। যেহেতু ইভান রথিনাম জোসেফের বায়োলজিক্যাল ফাদার, তাই তাঁর এবং তাঁর সন্তানের ভরণপোষণের দায়িত্ব নেওয়া উচিত ইভান রথিনামেরই। ফ্যামিলি কোর্ট মামলা দায়ের করার অনুমতি দেয় এই বলে যে, পিতৃত্ব এবং আইনি বৈধতা দুটি পৃথক বিষয়। ২০১৮ সালে কেরালা হাই কোর্ট এই পর্যবেক্ষণ জানায়।