কোন বিশ্ববিদ্যালয় এ ভর্তির জন্য আপনার স্পন্সরশীপ / সার্টিফিকেট অফ সলভেন্সি দরকার হবে না। এটা দরকার হবে এম্বাসিতে ভিসা এপ্লিকেশন জমা দেওয়ার জন্য। আপনি যদি কোন স্কলারশিপ পেয়ে থাকেন তাহলেও আপনার এই স্পন্সরশীপ / সার্টিফিকেট অফ সলভেন্সি দরকার হবে না, যেহেতু স্পন্সরশীপ প্রদানকৃত সংস্থা ই আপনার সকল খরচ বহন করবে।
স্পন্সরশীপ / সার্টিফিকেট অফ সলভেন্সি কি তা আমরা এরমাঝে বুজে গেছি। আবারো বলি – যে দেশে আপনি পড়তে যেতে চাচ্ছেন সেখানে থাকাকালীন আপনার সকল খরচ (পড়াশোনা, থাকা – খাওয়া ও অন্যান্য খরচ) বহন করার যথেষ্ট সামর্থ্য আছে তা প্রমান করার জন্য যেসকল ডকুমেন্ট অথবা সাপোর্টিং ডকুমেন্ট আপনাকে এম্বাসিতে ভিসা এপ্লিকেশন এর সাথে জমা দিতে হয় ঐ সকল ডকুমেন্ট ই স্পন্সরশীপ / সার্টিফিকেট অফ সলভেন্সি নামে পরিচিত।
এই ক্ষেত্রে ব্যাংক একাউন্ট স্টেটমেন্ট একটি বহুল প্রচলিত ডকুমেন্ট যা স্পন্সরশীপ / সার্টিফিকেট অফ সলভেন্সি হিসেবে এম্বাসিতে ভিসা এপ্লিকেশন এর সাথে জমা দেওয়া হয়।অর্থাৎ কোন নির্দিষ্ট দেশের রিকয়ারমেন্ট অনুযায়ি ব্যাংক একাউন্টে নির্দিষ্ট পরিমাণ টাকা রেখে উক্ত ব্যাংক একাউন্ট এর স্টেটমেন্ট ভিসা এপ্লিকেশন এর সাথে জমা দেওয়া।
যেহেতু ছাত্র হিসেবে আপনার নিজস্ব কোন আয়ের উৎস নাই, তাই আপনাকে ব্যাংক এ প্রদর্শিত টাকার উৎস হিসেবে কোন একজন স্পন্সর এর সহায়তা নিতে হবে।