স্টার কাবার এ্যান্ড রেষ্টুরেন্ট

এলিফেন্ট রোডে স্টার কাবার এ্যান্ড রেষ্টুরেন্ট ১১ তলায়। সবচেয়ে বড় রেষ্টুরেন্ট এটি উপরের তলা জুড়ে রান্নাঘর২০১৯ সালে পুরান ঢাকার পারিবারিক ব্যবসা বেকারি ও রেষ্টুরেন্ট থেকে

এই রান্নাঘরে ঢুকলেই স্টারের চির চেনা কাচ্চি, লেগ রোষ্টের সুবাস আপনাকে মুগ্ধ করবে। স্টার কাবাব এবং কাচ্চি বিরানির সুনাম রয়েছে স্টারের সব শাখায় রয়েছে মাত্র ৩৫ টাকার বিনিময়ে পেটচুক্তিতে ডাল ভাত সাথে একটি আমিষ তরকারি পরিবেশন করা হয়। এছাড়া প্রতিদিন মাছ, ডিম বা গিলা কলিজার একটাপদ থাকবেই।

বনানীতে আলাদা এক হাজার ফুটের জায়গা রাখা হয়েছে এই খাবার পরিবেশনের জন্য। এই শহরে সাধারন মানুষের সামর্থের মধ্যে খাবার পাওয়া যায় না।

অনেক শিক্ষার্থী এখানে খেতে আসে। সব ধরনের মুখরোচক খাবার পাওয়া যায় স্টার এ।

তাইতো স্টার এর খাবারের সুনাম দিন দিন বেড়েই চলেছে।

এর প্রমান ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের সময় রেষ্টুরেন্ট জায়গা পাওয়া যায় না।

সারাদিন ভোজনরশিক ভিড় লেগেই থাকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: