শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:৫৩ অপরাহ্ন

স্কলারশিপ নিয়ে বিনা খরচে সৌদি আরবের কিং ফাহাদ ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩

সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলোয় পড়াশোনা করছেন নানা দেশের শিক্ষার্থীরা। বিদেশি শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের বৃত্তি দেয় দেশটি। তেমনি একটি বৃত্তি হলো ডিনশিপ অব গ্র্যাজুয়েট স্টাডিজ। সৌদি আরবের কিং ফাহাদ ইউনিভার্সিটি বিদেশি শিক্ষার্থীদের এ বৃত্তি দেয়। বৃত্তিটি পেলে শিক্ষার্থীরা মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে বিনা মূল্যে পড়ার সুযোগ পাবেন।

আবেদনের যোগ্যতা

  • আবেদনকারীদের অবশ্যই একটি নির্দিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
  • আবেদনকারীর জিপিএ–৪ স্কেলে ২.৫ বা তার বেশি থাকতে হবে;
  • আবেদনকারীদের অবশ্যই ইংরেজির দক্ষতা পরীক্ষার স্কোর জমা দিতে হবে;
  • আবেদনকারী শিক্ষার্থীদের কিং ফাহাদ ইউনিভার্সিটি স্কলারশিপের সব যোগ্যতা পূরণ করতে হবে।
  • পিএইচডি প্রোগ্রামে আবেদনকারীদের অবশ্যই ইঞ্জিনিয়ারিং বা বিজ্ঞানে এমএস ডিগ্রি (স্নাতক ডিগ্রির পর) থাকতে হবে।
  • কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকতে হবে, যেমন ডেটা প্রসেসিং, প্রোগ্রামিং, তথ্য সিস্টেম ইত্যাদি।

প্রয়োজনীয় কাগজপত্র—

  • একাডেমিক ট্রান্সক্রিপ্ট
  • তিনটি রেফারেন্স লেটার
  • জীবনবৃত্তান্ত
  • পাসপোর্ট সাইজের ছবি
  • রিসার্চ প্রপোজাল
  • আইইএলটিএস বা টোয়েফল স্কোরের সনদ।

বৃত্তির সুযোগ-সুবিধা

  • কিং ফাহাদ ইউনিভার্সিটি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করে;
  • ডিনশিপ অব গ্র্যাজুয়েট স্টাডিজ স্কলারদের প্রতি মাসে উপবৃত্তি প্রদান করবে;
  • কিং ফাহাদ ইউনিভার্সিটির বৃত্তি পেলে শিক্ষার্থীরা বিনা মূল্যে থাকতে পারবেন;
  • আবেদনকারী শিক্ষার্থী প্রজেক্ট বা প্রকল্পের জন্য তহবিল পাবেন;
  • বিমানে যাতায়াতের জন্য এককালীন রিটার্ন টিকিট পাবেন।
Commencement Exercises at New York University Abu Dhabi in Abu Dhabi, United Arab Emirates on May 27, 2019. Christopher Pike, www.cpike.com

আবেদনের প্রক্রিয়া

সৌদি আরবের কিং ফাহাদ ইউনিভার্সিটি স্কলারশিপে আবেদন করতে হবে অনলাইনে। আবেদন শুরু করতে প্রথমে আপনার একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। এরপর অ্যাকাউন্টে সাইনআপ করতে হবে। সাইনআপের পর আগ্রহের প্রোগ্রাম নির্বাচন ও ওয়েবসাইটে প্রয়োজনীয় কাজগপত্র আপলোড করতে হবে।

আবেদন শেষ কবে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com