শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৭:১৬ অপরাহ্ন
Uncategorized

স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটিতে

  • আপডেট সময় শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩

২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্কলারশিপের জন্য আবেদন গ্রহণের ঘোষণা দিয়েছে ওবামা ফাউন্ডেশন স্কলারস প্রোগ্রাম। এক বছরমেয়াদি এই প্রোগ্রামের আওতায় যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটিতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা পড়াশোনার সুযোগ পাবেন। আবেদনের শেষ সময় ১৯ জানুয়ারি ২০২৩ ।

ওবামা ফাউন্ডেশন স্কলারস প্রোগ্রাম শিক্ষার্থীদের জটিল বৈশ্বিক সমস্যার উদ্ভাবনী সমাধান চিহ্নিত করতে এবং মূল্যবোধভিত্তিক নেতৃত্বের মাধ্যমে পরিবর্তনকে উন্নীত করার জন্য দক্ষতা ও ক্ষমতায়ন করতে সহযোগিতা করে থাকে।
এছাড়া পুরো শিক্ষাবর্ষে নেতৃত্বের বিকাশ, প্রশিক্ষণ ও নেটওয়ার্কিং কার্যক্রম শক্তিশালী করতে নির্দিষ্ট পাঠ্যক্রমে পাঠদান করবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে কাজের ক্ষেত্র প্রসারিত করতে পারবেন।

যোগ্যতাসমূহ:
•    নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। ( যাঁরা ইতিমধ্যে নিজ দেশে অর্থপূর্ণ অবদান রেখেছেন) ।
•    ২৬ থেকে ৪৫ বছর বয়সী হতে হবে।
•    ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।
•    ইংরেজি ভাষা দক্ষতার স্কোর থাকতে হবে। এর মধ্যে গত পাঁচ বছরে টোফেল (আইবিটি) স্কোর ১০০, টোফেল
(পিবিটি) স্কোর ৬০০, আইইএলটিএস ৭.০, পিটিই একাডেমিক ৬৮ ও ডিইটিতে ১২০ স্কোর থাকতে হবে।
•    ইতিবাচকভাবে নিজ সম্প্রদায়ের ভবিষ্যৎ গঠন করার ক্ষমতা এবং প্রবণতা থাকতে হবে।
•    নিজ সম্প্রদায় বা দেশে কোনো কাজে নেতৃত্ব দেওয়ার জন্য প্রতিশ্রুতি থাকতে হবে।
•    প্রোগ্রাম শেষে নিজ দেশে ফিরে গিয়ে উন্নত প্রশিক্ষণ ও দক্ষতার ভিত্তিতে দীর্ঘমেয়াদি কাজ করার মানসিকতা
থাকতে হবে।

সুযোগ-সুবিধা:
•    টিউশন ফি প্রদান করবে।
•    আবাসন সুবিধা প্রদান করবে ।
•    মাসিক ভাতা প্রদান করবে ।
•    বিমান ভাড়াসহ স্বাস্থ্য ও জীবনবিমার সুযোগ আছে।

প্রয়োজনীয় নথি:
•    সিভি ।
•    ভিডিও স্টেটমেন্ট।
•    সংক্ষিপ্ত নিবন্ধ।
•    ইংরেজি ভাষা দক্ষতার সনদ।
•    লেটার অব রেকমেন্ডেশন (দুটি)।

আবেদন প্রক্রিয়া:
ওবামা ফাউন্ডেশন স্কলারস প্রোগ্রামের আওতায় যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব শিকাগোতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতৃত্বের দক্ষতাসম্পন্ন তরুণেদের পড়াশোনার সুযোগ প্রদান করা হয়। বর্তমানে কলম্বিয়া ইউনিভার্সিটির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন https://www.obama.org/scholars/
আবেদন করতে ক্লিক করুন https://cwp.embark.com/login/apply?target=2023

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com