বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১০:২৯ পূর্বাহ্ন
Uncategorized

সৌদি আরবে চলছে ধরপাকড়, আরো কয়েক হাজার গ্রেপ্তার

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

অবৈধভাবে বাস করা ও বিভিন্ন আইন লঙ্ঘনকারী বিদেশিদের ধরতে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে সৌদি।এক সপ্তাহের মধ্যে বিভিন্ন অঞ্চল থেকে আবাসিক ও শ্রম আইন এবং সীমান্ত সুরক্ষা বিধি লঙ্ঘনকারী প্রায় ১৭ হাজার ৫৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

চলতি মাসের ২ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত নিরাপত্তা বাহিনীর বিভিন্ন ইউনিট এবং পাসপোর্ট জেনারেল ডিরেক্টরেট (জাওয়াজাত) কর্তৃক পরিচালিত যৌথ মাঠ অভিযানের সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে- বসবাসের আইন লঙ্ঘনকারী ৬ হাজার ৫৯৪ জন, সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনকারী প্রায় ৯ হাজার ২২৯ এবং শ্রম আইন লঙ্ঘনকারী ১ হাজার ৭৭৫ জন।

দেশটিতে বিভিন্ন আইন লঙ্ঘনের দায়ে মোট ৮৩ হাজার ১১৮ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।এর মধ্যে ৭১ হাজার ৪৫৬ জন পুরুষ এবং ১১ হাজার ৬৬২ জন নারী। এছাড়া ৬৫ হাজার ১৮৬ জনকে তাদের দেশে ফেরত পাঠানোর জন্য কূটনৈতিক মিশনে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com