রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৫:৪৮ অপরাহ্ন

সৌদির হজ ও ওমরাহ সংক্রান্ত অস্থায়ী ওয়ার্ক ভিসায় পরিবর্তন

  • আপডেট সময় শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

সৌদি আরবের হজ-ওমরাহ সংক্রান্ত অস্থায়ী ওয়ার্ক ভিসায় আবারও পরিবর্তন আনা হয়েছে। বুধবার (২ অক্টোবর) এ পরিবর্তনের কথা জানিয়েছে সৌদি সরকার।

প্রতিবছরই হজ ও ওমরাহ মৌসুমে কাজ করার জন্য বিভিন্ন দেশ থেকে অস্থায়ীভাবে শত শত মানুষ সৌদি আরবে যান। অস্থায়ী ওয়ার্ক ভিসা নামে এক ধরনের ভিসা পরিষেবার আওতায় মাত্র তিন মাসের জন্য তাদের নেয়া হয়।

 স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সৌদির হজ ও ওমরাহ সংক্রান্ত অস্থায়ী ওয়ার্ক ভিসায় পরিবর্তন আনা হয়েছে। বুধবার দেশটির সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এক বিবৃতি জারি করা হয়।
 
বিবৃতি মতে, হজ ও ওমরাহ সংক্রান্ত অস্থায়ী ওয়ার্ক ভিসার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। ২০২৫ সাল থেকে এই ভিসার মেয়াদ হবে ৫ মাস ১১ দিন। যা ১৪ ফেব্রয়ারি থেকে ২৫ জুলাই পর্যন্ত কার্যকর থাকবে। আগে এই মেয়াদ ছিল মাত্র তিন মাস।
 
এছাড়া এই ভিসায় যারা সৌদি আরবে আসবেন এবং বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান বা কোম্পানিতে চাকরি নেবেন, সেসব নিয়োগ অবশ্যই লিখিতভাবে হতে হবে এবং নিয়োগপত্রে প্রতিষ্ঠানের মালিক ও কর্মী উভয়েরই স্বাক্ষর থাকতে হবে।
 
সরকারের গৃহীত তৃতীয় সিদ্ধান্তটি হলো, বাইরের দেশের যেসব আগ্রহী লোকজন অস্থায়ী ভিসার জন্য সৌদি দূতাবাস বা কনস্যুলেটে আবেদন করবেন, তাদেরকে অবশ্যই চিকিৎসা বিমা করাতে হবে এবং সেই বিমার নথিপত্রের অনুলিপি আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে।
 
আরও একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেটা হলো কোনো অস্থায়ী কর্মী যদি আইন লঙ্ঘন করেন কিংবা ভিসার অপব্যবহার করেন তাহলে অপরাধের মাত্রা অনুযায়ী সেই কর্মীর কাছ থেকে সরকার ক্ষতিপূরণ আদায় করতে পারবে। আগামী ১৮০ দিন পর থেকে সিদ্ধান্তগুলো কার্যকর হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com