শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৬:৫৬ পূর্বাহ্ন

সৌদির দাম্মামে দূতাবাসের কনস্যুলার সেবা প্রদান চালু

  • আপডেট সময় রবিবার, ৩০ জুলাই, ২০২৩

সৌদি আরবের দাম্মাম শহরে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার সেবা প্রদান শুরু হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) সকালে এ সেবা প্রদান শুরু হয়। প্রথম দিনে কয়েকশ বাংলাদেশি অভিবাসী সেবা নিতে আসে বলে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে।

অভিবাসীদের ইকামার মেয়াদ বৃদ্ধির জন্য পাসপোর্ট নবায়ন, পাসপোর্ট রি-ইস্যু ও পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হয়।

এছাড়া দূতাবাসের শ্রম উইংয়ের পক্ষ থেকে স্পেশাল এক্সিট প্রোগ্রামের আওতায় হূরুব প্রাপ্ত, ইকামা বিহীন, ইকামার মেয়াদোত্তীর্ণ ও এক্সিট ভিসায় মেয়াদোত্তীর্ণ অভিবাসীদের আইনগত সহায়তা প্রদান করা হয়। অভিবাসীদের প্রবাসী কল্যাণ কার্ডের জন্য নিবন্ধন করা হয় ও প্রবাসী কল্যাণ কার্ড বিতরণ করা হয়।

সেবা গ্রহণ করতে আসা স্থানীয় প্রবাসীদের সৌদি আরবের আইন কানুন মেনে চলার পরামর্শ দেয়া হয়। এছাড়া বিভিন্ন বিষয়ে সমস্যাগ্রস্ত অভিবাসীদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।

একইসঙ্গে প্রবাসীদের জন্য সরকারের বিভিন্ন সুবিধার কথা ও অভিবাসীদের কাছে প্রচার করা হয়। দূতাবাসের সোনালী ব্যাংকের পক্ষ থেকে অ্যাকাউন্ট খোলা, বন্ড করাসহ বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে। দূতাবাসের বিভিন্ন উইংয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় সেবা প্রদান করেন।

কনস্যুলার সেবা শনিবার (২৯ জুলাই) স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত প্রদান করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com