শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:৩৯ পূর্বাহ্ন
Uncategorized

সৌদিতে শিক্ষাবৃত্তি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১

বিদেশি শিক্ষার্থীদের জন্য ফুল ফ্রি স্কলারশিপ দেবে সৌদি আরবের কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয়। ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি নেওয়ার সুযোগ রয়েছে এ বৃত্তিতে। আগ্রহী শিক্ষার্থীর অনলাইনে আবেদন করতে পারবেন। বাংলাদেশের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন এ বৃত্তির জন্য।

স্কলারশিপের জন্য কোনো আবেদন ফি নেই। বৃত্তিটি বিজ্ঞান, চারুকলা, মানবিক, ব্যবসায় প্রশাসন, প্রকৌশল,  কম্পিউটার প্রকৌশলসহ সব একাডেমিক প্রোগ্রামের জন্য দেওয়া হবে। পিএইচডি প্রোগ্রামের জন্য সময়কাল তিন বছর, স্নাতকোত্তর ডিগ্রির জন্য দুই বছর এবং স্নাতক প্রোগ্রামের জন্য চার বছর।

King Abdulaziz University Faculty Of Tourism Is Expected To Set Up A Women  Campus | Saudi Arabia | Arab Local

বৃত্তির সুযোগ–সুবিধা

* বিমানের টিকিট (রিটার্নসহ)।
* পিএইচডি এবং মাস্টার্স পরীক্ষার্থীদের জন্য যথাক্রমে প্রায় ৪,০০০ রিয়াল এবং ৩,০০০ রিয়াল থিসিস প্রিন্টিং ভাতা।
* বই শিপিং ভাতা।
* খাবার ভাতা (প্রযোজ্যতার ক্ষেত্রে)।
* থাকার ব্যবস্থা।
* সফল প্রার্থীদের স্বাস্থ্যসেবা।
* প্রস্তুতি ভাতা।
* মাসিক ভাতা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com