শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৪:১৬ অপরাহ্ন

সৌদিতে মাস্টার্স-পিএইচডিতে ফুল ফান্ডেড স্কলারশিপ

  • আপডেট সময় সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (কাউস্ট) সৌদি আরবের বিখ্যাত একটি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টিতে ২০২৫ সেশনে ১৭টি বিষয়ের ওপর মাস্টার্স ও পিএইচডি ফেলোশিপের সুযোগ উন্মুক্ত হয়েছে। সারা বিশ্বের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন এই ফেলোশিপের জন্য। বছরে জানুয়ারি ও জুলাইয়ের জন্য ফেলোশিপের আবেদন করার সুযোগ দেওয়া হয়। আগামী ২০২৫ সালের জানুয়ারিতে ভর্তির জন্য এখন আবেদন করতে পারবেন। এই ফেলোশিপের থিসিসসহ মাস্টার্স প্রোগ্রামের মেয়াদ দুই বছর এবং পিএইচডির মেয়াদ ৪ বছর।

কাউস্ট ফেলোশিপে চার ধাপে ফেলো নির্বাচন করা হয়। প্রথম দুই ধাপে নির্বাচিত প্রার্থীর সঙ্গে তৃতীয় ধাপে ইন্টারভিউ করা হয় ও চূড়ান্তভাবে নির্বাচিত হলে চতুর্থ ধাপে ইন্টারভিউয়ের তিন সপ্তাহের মধ্যে প্রার্থীকে ই-মেইলের মাধ্যমে ফলাফল জানানো হয়।

ভর্তিকৃত প্রত্যেক শিক্ষার্থীকে কাউস্ট ফেলোশিপ দেওয়া হয়। কোনো আবেদন ফি নেই ফেলোশিপে। তবে সব আবেদনকারীকে অবশ্যই আইইএলটিএস বা টোফেলের প্রমাণ প্রদান করতে হবে।

ফেলোশিপে ভর্তিতে জিআরই বাধ্যতামূলক নয়। তবে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হতে হলে স্নাতক সম্পন্ন করতে হবে, এবং পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে হলে স্নাতক ও মাস্টার্স উভয় ডিগ্রি সম্পন্ন করতে হবে।

আগ্রহী প্রার্থীরা আগামী ১ অক্টোবর পর্যন্ত স্প্রিং সেশন ২০২৫ রাউন্ড-১-এর জন্য আবেদন করতে পারবেন।

ফেলোশিপের সুবিধাসমূহ—

*ভর্তিকৃত প্রত্যেক শিক্ষার্থী কাউস্ট ফেলোশিপ পাবে;

*সম্পূর্ণ বিনামূল্যে টিউশন সহায়তা (বছরে ৩৫ হাজার ডলার যোগ্যতা অনুযায়ী);

*মাসিক ভাতা দেওয়া হয় (বছরে ২০ হাজার থেকে ৩০ হাজার ডলার);

*অন-ক্যাম্পাসে থাকার সুবিধা;

*চিকিৎসা ভাতা দেবে;

*ভিসা সহায়তা দেবে;

*যাতায়াত ও ভ্রমণ সুবিধা আছে (বিমান টিকিট);

আবেদনের যোগ্যতা— 

*যে কোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন;

*দরকারি সব নথি আপলোড করতে হবে;

*আইইএলটিএস-এ ন্যূনতম স্কোর ৬.৫ থাকতে হবে;

*টোফেল-এ ন্যূনতম ৭৯ স্কোর পেতে হবে;

দরকারি কাগজপত্র— 

*সাম্প্রতিক তৈরিকৃত সিভি (সর্বোচ্চ ৪ পৃষ্ঠার);

*দুটি পাবলিকেশন (একটি পিডিএফ ডকুমেন্ট আকারে);

*রিসার্স প্রপোজাল (সরবরাহকৃত টেমপ্লেটে);

*কাউস্ট হোস্টের পিআই লেটার (সরবরাহকৃত টেমপ্লেটে);

*দুটি রেফারেন্স লেটার;

যেসব বিষয়ে ফেলোশিপ দেওয়া হবে— 

*বায়োসায়েন্স;

*বায়োইঞ্জিনিয়ারিং;

*এনভায়ণেমেন্টাল সায়েন্স;

*মেরিন সায়েন্স;

*উদ্ভিদ বিজ্ঞান;

*অ্যাপ্লায়েড ম্যাথ ও কম্পিউটেশনাল সায়েন্স;

*কম্পিউটার সায়েন্স;

*ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং;

*পরিসংখ্যান;

*অ্যাপ্লায়েড ফিজিক্স;

*কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং;

*কেমিক্যাল সায়েন্স;

*আর্থ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং;

*এনার্জি রিসোর্স অ্যান্ড পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং;

*মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং;

*মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং;

আবেদনের শেষ তারিখ: আগামী ১ অক্টোবর পর্যন্ত স্প্রিং সেশনের রাউন্ড-১-এর জন্য আবেদন করতে পারবেন।।

ফেলোশিপ সম্পর্কিত বিভিন্ন লিংক— 

আবেদনের লিংক: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com