বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৬:০২ পূর্বাহ্ন
Uncategorized

সুন্দরবন ট্যুর

  • আপডেট সময় রবিবার, ২১ মার্চ, ২০২১

সুন্দরবন,বাংলাদেশের অন্যতম পর্যটন স্পট এবং পুরো বিশ্ব একনামেই চিনে বাংলাদেশের সুন্দরবনকে। প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর এই সুন্দরবন । সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি। ১০,০০০ বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের ৬,০১৭ বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে।
কল্পনা করুন একটা বড় শিপে সুন্দরবনের চারপাশে ঘুরছেন মাঝে মাঝে ছোট ছোট নৌকা নিয়ে সুন্দরবেন শান্ত শীতল খালগুলোতে ঘুরছেন আবার নৌকা থেকে নেমে সুন্দরবনের ভিতরে প্রবেশ করছেন। আনন্দের সাথে মনে একটু ভয়ও কাজ করবে কখন জানি বাঘ বা কোন হিংস্র প্রাণী আক্রমণ করে বসে …এমন ভয় উত্তেজনা আর আনন্দের সাথেই কাটবে আমাদের সুন্দরবন যাত্রা শিপে রাতের বেলা বসবে গানের আসর খোলা গলায় সবাই গাইবো আনন্দ করবো ,জমে উঠবে আসর ।

সুন্দরবন ট্যুরগুলো মুলত রিল্যাক্স ট্যুর ,আরামদায়ক ট্যুরিস্ট শিপে সুন্দরবনের সৌন্দর্য্য উপভোগ করবেন আর পেট ভর্তি নানা আয়োজনের প্রতি বেলার খাবার ট্যুরে আপনার ওজন বাড়িয়ে দিতেই পারে।

স্বপ্নযাত্রা

আমাদের গত বছরের ট্যুরের ছবিগুলো দেখতে পারেন ধারণা পাবেন কেমন হয় সুন্দরবন ট্যুর https://goo.gl/ecuzrR

যাই হোক স্বপ্নযাত্রার প্লানটা শেয়ার করে ফেলি ::

✔ যাত্রা শুরু হবে ২৯ই নভেম্বর রাত আটটার বাসে মাওয়া হয়ে

✔ ট্যুর শেষ হবে : ২ ডিসেম্বর রাতের বাসে খুলনা থেকে রওয়ানা হবো এমন ৩ তারিখ ভোরে এসে ঢাকা নামবো

ট্যুর ফী : ট্যুর ফী নির্ধারণ করা হয়েছে ৮৫০০ টাকা
(বাচ্চাদের খরচের ব্যাপারে এডমিনের সাথে সরাসরি কথা বলুন।।
।।কাপলদের কাপল রুম নিলে জনপ্রতি ৫০০ অতিরিক্ত খরচ যোগ হবে ।।

এই টাকার মধ্যে যা যা পাবেন :

✔ ঢাকা- খুলনা – ঢাকা নন এসি বাস (যাবার সময় মাওয়া হয়ে যাবো
✔ সকালের নাস্তা ,দুপুরের খাবার, বিকালের নাস্তা ,রাতের খাবার ,সবসময় চা ও কফি
✔ শিপে তিনদিন থাকা টুইন শেয়ারে কেবিনে থাকা ,বালিশ এবং কম্বল
✔ বনের অস্ত্রধারী গার্ড
✔ বনে সরকার নির্ধারিত প্রবেশ ফী
✔ শিপে নিরাপত্তার সরঞ্জাম
✔ গাইড
✔ ছোট নৌাকাতে করে বনে ঘুরে বেড়ানো
মানে আপনার ব্যক্তিগত কোন খরচ ছাড়া আর কোন খরচই লাগবেনা

স্বপ্নযাত্রা

যা যা পাবেন না :

✔ ঢাকা টু খুলনা বাস বিরতির সময় কোন খাবার
✔ব্যক্তিগত কোন খরচ
✔ ট্যুর ফীতে অর্ন্তভুক্ত এর বাইরে যেকোন খরচ

✔যেসকল জায়গাতে আমরা যাবো
-করমজল
-কটকা
-দুবলার চর
-জামতলা সমুদ্র সৈকত
-টাইগার পয়েন্ট
-কুমির প্রজনন খামার
-মিনি চিড়িয়াখানা
-হাড়বাড়িয়া
সময় সাপেক্ষে আরও কিছু জায়গা দেখানোর চেষ্টা করা হবে ।

✔ ট্যুর মেম্বার : ৪০ জন

✔ যেভাবে কনফার্ম করবেন : কনফার্ম করার জন্য আপাতত ৪০৮০ টাকা বিকাশ করে কনফার্ম করে রাখতে হবে পরবর্তীতে বাকী টাকা নেওয়া হবে । তবে বর্তমানে কারো টাকা পয়সার সমস্যা থাকলে ২০৪০ টাকা দিয়েও কনফার্ম করে রাখতে পারবেন। পরবর্তীতে বাকীটা দিলেও চলবে। বিকাশ নাম্বার ০১৯৭৭ ৯৬০৯৫৫ / ০১৭১৭৯৬০৯৫৫ এছাড়া রকেটেও পাঠাতে পারেন ০১৭১৭ ৯৬০৯৫৫৪

ব্যাংকে জমা দেবার ক্ষেত্রে একাউন্টা নাম্বার 2801822015001 mamun billah Bhuiyan City Bank Comilla

স্বপ্নযাত্রা

✔কনফার্ম করার শেষ তারিখ : যত দ্রুত সম্ভব কনফার্ম করুন নির্দিষ্ট কোন ডেট নেই , ৪০ জন পূর্ণ হলেই ক্লোজ করে দেওয়া হবে।

ট্যুর প্ল্যান :

ডে ০ : আনুমানিক রাত ৭/৮ টার বাসে ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে রওয়ানা হয়ে যাবো

ডে ১: আনুমানিক সকাল 5/6 দিকে সরাসরি নামবো খুলনা BIWTA নৌঘাটে সেখানে আমাদের শিপ রেডি থাকবে আমরা শিপে উঠে যাবো শিপে সবাইকে তার নিজ নিজ রুম বুঝিয়ে দেওয়া হবে তারপর সবাই মিলে নাস্তা খাবো …এরই মাঝে শিপ সুন্দরবনের উদ্দেশ্যে রওয়ানা হয়ে যাবে পথে হারবাড়িয়া ইকো ট্যুরিজম স্পট দেখে কটকার উদ্দেশ্যে রওয়ানা হবো । রাতে শিপ কটকাতেই অবস্হান করবে ।

ডে ২ : খুব সকালে উঠবো তারপর ছোট ট্রলার নিয়ে সুন্দরবনের সরু খাল দিয়ে ট্রলারে ভ্রমণ করবো এরপর পায়ে হেটে টাইগার পয়েন্ট হয়ে জামতলা সমুদ্র সৈকত দেখবো ফিরে আসবো আবারও শিপে । দুপুরের খাবার খাবো ১-২টার মাঝে খেয়ে দেয়ে চলে যাবো হরিণের অভয়ারণ্যে টাইগার টিলা । তারপর চলে যাবো বিকালে হিরণ পয়েন্ট ,হিরণ পয়েন্ট দেখে যাবো দুবলার চর যাকে আলোর কোলও বলে ।

ডে ৩ : সকালে উঠে নাস্তা শেষ করে নিবো । তারপর খুলনার উদ্দেশ্যে রওয়ানা হবো পথে দেখবো কুমির প্রজনন খামার ও মিনি চিড়িয়াখানা । বিকাল নাগাদ খুলনা এসে শিপ থেকে নেমে আবারও ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে যাবো । পরদিন ভোরে এসে ঢাকা নামবো ।

স্বপ্নযাত্রা

আমরা এই তিনদিন যা যা দেখবো তা সংক্ষিপ্তভাবে :

*হারবাড়িয়া ইকো ট্যুরিজম স্পট
*কটকা
*টাইগার পয়েন্ট,টাইগার টিলা
* জামতলা সমুদ্রসৈকত
* হিরণ পয়েন্ট ,
* দুবলার চর ,আলোর কোল

এখানে উল্লেখ করা প্রয়োজন যে আমাদের তিনদিনের সমস্ত স্পটগুলোই সরণখোলা রেঞ্জ খুলনাতে অবস্হিত এবং এটি যথেষ্ট সেইফ এ এরিয়াতে কখনোই জলদস্যু বা এমন কোন ঘটনা ঘটেনি সুতরাং নিরাপত্তার কোন সমস্যা নেই ইনশাল্লাহ

খাবার :
আমরা সবসময়ই সুন্দরবনে ট্যুরে জম্পেশ খাবার দাবার দেই প্রতি বেলাই জম্পেশ খাবার দাবার থাকবে ডাবল মেনুর খাবার খেয়ে আপনার ওজন বেড়ে যেতেই পারে । এছাড়া হঠাৎ করে হয়তো জেলেদের কাছ থেকে তাজা তাজা কিনে নিবো সামুদ্রিক মাছ সহ আরও অনেক কিছু যাআপনাদের অন্যরকম আনন্দ দিবে ।। এছাড়া সবসময় চা কফির ব্যবস্হাতো আছেই ।
স্বপ্নযাত্রার সাথে ট্যুর করার ক্ষেত্রে কিছু নির্দেশিকা যা মেনেই আপনি ট্যুরে এসেছেন বলে আমরা ধরে নিবো :
-স্বপ্নযাত্রা সবসময় পারিবারিক বন্ধনে বিশ্বাস করে সেজন্য প্রতিটি ট্যুরেই আমরা একটি পরিবারের মতো পারস্পরিক সহযোগীতার মাধ্যমে ট্যুর সম্পন্ন করার চেষ্টা করে থাকি ।

স্বপ্নযাত্রা

-কোন ধরনের মাদক বা উশৃংখলতা মেনে নেওয়া হবেনা ,স্বপ্নযাত্রা একটি ফ্যামিলি ফ্রেন্ডলী ট্রাভেল গ্রুপ এটা সবাইকে মাথায় রাখতে হবে
-সকল অবস্হায় দলনেতার আদেশ এবং পরামর্শ মেনে চলতে হবে
-প্রাকৃতিক দুর্যোগ, রাস্তার কোন দুর্ঘটনা ,জ্যাম এসব ব্যাপারে গ্রুপকে দোষারোপ করা যাবেনা
-উদ্ভুত কোন পরিস্হিতির সৃষ্টি হলে সবাই মিলে পরামর্শ করে আমরা সামনে এগুবো এক্ষেত্রে অধিকাংশেদের মতামতকে প্রাধান্য দেওয়াহবে ।
বরং দোষারোপের বদলে সবা্ই মিলে ডিসেশন নেওয়া হবে অধিকাংশদের মতামতকে প্রাধান্য দিয়ে সামনে এগিয়ে যাবো আমরা ।

-নারী এবং সিনিয়ার সিটিজেনদের সর্বোচ্চ সম্মান প্রদশর্ন করতে হবে এক্ষেত্রে যেকোন সমস্যা বা অভিযোগ সরাসরি এডমিনকে জানাতে হবে ।
-কোন ধরনের মাদক /উশৃংখলতা কোনভাবেই মেনে নেওয়া হবেনা এধরনের অভিযোগ পেলে কঠোর ব্যবস্হা গ্রহণ করা হবে ।
-# রাজনৈতিক বা ধর্মীয় ক্যাচাল সম্পূর্ণ নিষেধ তবে গঠণমুলক আলোচনাকে আমরা পজিটিভ দৃষ্টিতে দেখি
– কনফার্ম করার ভিত্তিতে বাসের আসন বন্টন করা হবে ।

স্বপ্নযাত্রা

-শৃংখলতা ও শালীনতার মধ্যে থেকে সর্বোচ্চ আনন্দ করাই আমাদের লক্ষ্য
-এডভান্সকৃত টাকা ফেরতযোগ্য নয় তবে আমরা চেষ্টা করবো আপনার জায়গায় কাউকে রিপ্লেস করে আপনার যতটুকু ক্ষতি কমানো যায়

যেকোন প্রয়োজনে ফোন করতে পারেন ০১৭১৭ ৯৬০৯৫৫ এই নাম্বারে অথবা আমাদের অফিস .43 Concord Emporium, Katabon, Dhaka এসেও কথা বলতে পারেন।

লেখক: বিল্লাহ মামুন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com