সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৬ পূর্বাহ্ন

সুখিয়া ফরেস্ট ভিলেজ

  • আপডেট সময় শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
শিলিগুড়ি থেকে সুখিয়া পোখরির দূরত্ব ৬৯ কিমি এবং দার্জিলিং থেকে মাত্র ১৮ কিমি। ইন্দো-নেপাল বর্ডারের নিকটবর্তী, এই গ্ৰামের উচ্চতা প্রায় ৭০০০ ফিট খুবই ছোট্ট এবং নিরিবিলি গ্ৰাম। কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে এই গ্ৰামের অন্য রূপ এনে দেয়।
সারাবছরই এখানকার তাপমাত্রা খুবই মনোরম। পাইন বৃক্ষের গভীর অরন্য, সবুজ চা বাগানের দ্বারা আচ্ছন্ন উপত্যকা থেকে ধীরে ধীরে ভূখন্ডের পরিবর্তনের সচিত্র রূপ এবং গন্তব্যে ভ্রমণকালে পার্বত্য ঠান্ডা হাওয়ায় পর্যটকদের মন উদ্বেলিত করে তুলবে।
বসন্তকালে রডোডেনড্রন বৃক্ষ সুখিয়াপোখরির সমগ্র উপত্যকাকে বিস্ময়কর পরিবেশে সুসজ্জিত করে দর্শকদের উপহার দেবে। এর ২ কিমির মধ্যে রয়েছে পর্বতের উপরে অবস্থিত একটি ইকো ফ্রেন্ডলি ডেস্টিনেশান জোড়পোখরী । জোড়পোখরীতে পাইন বৃক্ষের সবুজ অরণ্যের মধ্যে অবস্থিত দুটি হ্রদের রূপবৈচিত্র্য অনুভব করতে পারবেন। সুখিয়াপোখরি গন্তব্যটি মানেভঞ্জন যাওয়ার পথেই রয়েছে। পর্যটকরা এখানে থেকে মানেভঞ্জন , সান্দাকফু, টুমলিং, ফালুট ও ভ্রমণ করতে পারবেন। সুখিয়াপোখরির নিজস্ব মার্কেট রয়েছে। যেখানে ভ্রমণকালে দেখা যাবে বিভিন্ন সম্প্রদায়ের লোকেদের শান্তিপূর্নভাবে একত্র বসবাসের স্পষ্ট ছবি। বরফাচ্ছন্ন পর্বতমালার আড়ালে সূর্যাস্ত হওয়ার সঙ্গে সঙ্গে ঘনকুয়াশাচ্ছন্ন করা আবার মহীয়ান পর্বতমালার উপর দিয়ে অরেঞ্জ রূপালোকিত সূর্যোদয় – অসাধারণ বিস্ময়। এপ্রিল থেকে মে এবং অক্টোবর থেকে নভেম্বর এখানকার সবচেয়ে ভালো সিজেনটাইম।
★আশেপাশে দর্শনীয় স্থান দার্জিলিং, ঘুম, বাতাশিয়া, রক গার্ডেন, টাইগার হিল, গাগোপালধারা টি গার্ডেন, লেপচাজগত, সিমানা দারা, নেপাল পশুপতি ইত্যাদি দর্শনীয় স্থান গুলি দিনে দিনেই ঘুরে আসা যায়। তবে যে সমস্ত ভ্রমণপ্রেমীরা সাইটসিনের দৌড়ঝাপ পছন্দ করেন না, শুধুমাত্র প্রকৃতির নির্জনতাকে উপলব্ধি করতে চান তাদের জন্য সেরা ঠিকানা হবেে এই গ্ৰাম।
★ হোমস্টের খরচ-খরচা
••(অ্যাটাচ কটেজ রুম) @১,৭০০/- টাকা মাথাপিছু প্রতিদিন ব্রেকফাস্ট ও ডিনার সহ-(নূন্যতম চার’জন)।
••(নন অ্যাটাচ স্ট্যান্ডার্ড রুম) @১,৫০০/- টাকা মাথাপিছু প্রতিদিন ব্রেকফাস্ট ও ডিনার সহ-(নূন্যতম চার’জন)।
★নিউ জলপাইগুড়ি থেকে রিসর্ট পর্যন্ত একটি রিজার্ভ গাড়ির ভাড়া (আনুমানিক) @৪০০০/- টাকা মতো খরচ পরতে পারে।
★(এই রকম আরো অজানা জায়গার সন্ধান পেতে পেজ টিকে ফলো করে See First অপশন টি অন করে রাখুন)
Booking contact details
Call:~ 9123367093
WhatsApp:~ 7278818206
𝐄𝐦𝐚𝐢𝐥:~ [email protected]

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com