শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১০:৩৪ পূর্বাহ্ন

সুইস ব্যাংকে পাচার করা বিপুল অর্থ জব্দ করল সিঙ্গাপুর

  • আপডেট সময় শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩

সিঙ্গাপুরের পুলিশ দেশটিতে বৃহত্তম অর্থপাচারের এক ঘটনায় ব্যাপক পরিসরে তদন্ত শুরু করেছে। এ নিয়ে ইতিমধ্যে বিদেশি ১০ নাগরিকের বিরুদ্ধে দেশটিতে মামলা দায়ের করা হয়েছে।

গতকাল বুধবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির পুলিশ ইতিমধ্যে একজন অভিযুক্তের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৯ কোটি ১৭ লাখ ডলারের বেশি জব্দ করেছে।

এ নিয়ে গত মঙ্গলবার দেশটির আদালতে পুলিশের দাখিল করা মামলার নথিতে বলা হয়েছে, তুরস্কের নাগরিক ভ্যাং শুইমিংয়ের সুইস ব্যাংকের (ক্রেডিট সুইস) ও ব্যাংক জুলিয়াস বায়ের অ্যাকাউন্ট থেকে যথাক্রমে ৯২ মিলিয়ন ও ৩৩ মিলিয়ন সিঙ্গাপুর ডলার জব্দ করা হয়েছে।

প্রসিকিউটরের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এ নিয়ে মোট ১ দশমিক ৮ বিলিয়ন সিঙ্গাপুর ডলার জব্দ করা হয়েছে। এর আগের সপ্তাহগুলোতে দেশটিতে একই ধরনের অভিযানের প্রায় ১ বিলিয়ন সিঙ্গাপুর ডলার জব্দ করা হয়।

দেশটির তদন্তকারীরা আরও পাঁচটি বেনামি আর্থিক প্রতিষ্ঠানের তথ্যের জন্য অপেক্ষা করছেন। তবে এ নিয়ে সুইজারল্যান্ডের ব্যাংক ক্রেডিট সুইস কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এ ছাড়া ব্যাংক জুলিয়াস বায়েরও মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

জব্দ করা এসব সম্পদের মধ্যে সোনার বার, বিলাসবহুল হ্যান্ডব্যাগ, গহনা, বিভিন্ন ধরনের আসবাবপত্র ও বিলাসবহুল গাড়িও রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com