শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০১:১৪ অপরাহ্ন

সুইডেনে ফুল-ফান্ডেড স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ

  • আপডেট সময় শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
ইউরোপের অন্যতম দেশ সুইডেন বছরের পর বছর ধরে নাগরিকদের কাঙ্ক্ষিত আর্থসামাজিক অবস্থা নিশ্চিত করে আসছে। বিশ্বখ্যাত সব ব্যবসায়িক প্রতিষ্ঠানের এ আশ্রয়স্থলে ক্যারিয়ার গঠন হাজারো বিদেশি শিক্ষার্থীদের কাছে স্বপ্নতুল্য।
আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল-ফান্ডেড স্কলারশিপের আওতায় স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে সুইডেন সরকার। সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ ফর গ্লোবাল প্রফেশনালের (এসআই স্কলারশিপ) আওতায় নির্বাচিতদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ বিশ্বের ৩১টি দেশের শিক্ষার্থীরা আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

সুইডিশ বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যক্রম শেনজেন ও ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) বিশ্বে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। প্রধান ভাষা সুইডিশ হলেও স্ক্যান্ডিনেভিয়ানদের প্রতি ১০ জনের ৯ জনই সাবলীলভাবে ইংরেজিতে কথা বলেন। পড়াশোনাসহ নিত্য জীবনযাত্রা এবং চাকরি ক্ষেত্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পছন্দের অন্যতম গন্তব্য সুইডেন।
সুইডেনের বেশির ভাগ ইউনিভার্সিটি বিভিন্ন স্কলারশিপ দিয়ে থাকে, যা আপনাকে বিনা খরচে পড়াশোনা করার সুযোগ করে দেয়। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সুইডিশ ইনস্টিটিউট (এসআই) ৭৫০টিরও বেশি মাস্টার্স প্রোগ্রামের জন্য স্কলারশিপ দিয়ে থাকে।
সম্পূর্ণ অর্থায়িত এ স্কলারশিপে স্নাতকোত্তর প্রোগ্রামের সময় এক বা দুই বছর হতে পারে। এসআই স্কলারশিপে আবেদনের জন্য প্রথমে সুইডেনে মাস্টার্স প্রোগ্রামে ভর্তির আবেদন করতে হবে। কেউ স্কলারশিপ পেলে ২০২৫ খ্রিষ্টাব্দের অটাম সেমিস্টারে পড়াশোনা শুরু হবে।
সাসটেইনেবল ডেভেলপমেন্ট রিপোর্ট অনুযায়ী পরিবেশগত দিক থেকে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ নিরাপদ দেশ সুইডেন। পৃথিবীর শীর্ষস্থানীয় দূষণমুক্ত দেশগুলোর তালিকায় চতুর্থ স্থানে থাকা এই দেশটির দূষণ সূচক মাত্র ১৭ দশমিক ৭। এ ছাড়া বিশ্বের সর্বাপেক্ষা ভ্রমণবান্ধব দেশগুলোর তালিকায় শীর্ষ ১০-এর মধ্যে রয়েছে এই নর্ডিক দেশটি।
সুযোগ-সুবিধাগুলো
• জীবনযাত্রার খরচের জন্য মাসে ১২ হাজার সুইডিস ক্রোনা দেবে;
• স্বাস্থ্যবিমা প্রদান করবে;
• ভ্রমণের জন্য ১৫ হাজার সুইডিশ ক্রোনা অনুদান দেবে;
• এসআই নেটওয়ার্ক ফর ফিউচার গ্লোবাল প্রফেশনালসের মেম্বারশিপ ও এসআই অ্যালামনাই নেটওয়ার্কের মেম্বারশিপ লাভের সুযোগ, যা শক্তিশালী একটি নেটওয়ার্ক গঠনের সুযোগ করে দেয়;

আবেদনের যোগ্যতা
• বাংলাদেশের নাগরিক হতে হবে;
• স্নাতক ডিগ্রিসম্পন্ন ও ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;
• সিভি, মোটিভেশন, রেফারেন্স ইত্যাদির কনটেন্ট ও প্রেজেন্টেশন হতে হবে প্রথম শ্রেণির;
• যে স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদন করবেন তা অবশ্যই এসআই স্কলারশিপের জন্য যোগ্য হতে হবে;
• আপনাকে অবশ্যই একটি সুইডিশ বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করতে হবে এবং জানুয়ারি ২০২৫–এর মধ্যে একটি অফার লেটার পেতে হবে;
• আগে সুইডিশ বিশ্ববিদ্যালয় বা কলেজের কোনো ডিগ্রি নেয়া থাকলে আবেদন করার প্রয়োজন নেই;
দরকারি কাগজপত্র
• সিভি (সুইডিশ ইনস্টিটিউটের নির্ধারিত ফরমে);
• লেটারস অব রেফারেন্স (সুইডিশ ইনস্টিটিউটের নির্ধারিত ফরমে);
• কাজের অভিজ্ঞতা ও নেতৃত্বের প্রমাণপত্র (সুইডিশ ইনস্টিটিউটের নির্ধারিত ফরমে);
• বৈধ পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি;
• মোটিভেশনাল লেটার;
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীদের সুইডিশ ইনস্টিটিউটের এই ওয়েবসাইট https://si.se/en/apply/scholarships/swedish-institute-scholarships-for-global-professionals/ থেকে এসআই স্কলারশিপের বিস্তারিত তথ্য জেনে একই লিংক থেকে সিভি, লেটারস অব রেফারেন্স এবং কাজের অভিজ্ঞতা ও নেতৃত্বের প্রমাণপত্রের নির্ধারিত ফরম ডাউনলোড করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়
আগ্রহী প্রার্থীদের আগামী ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ এর মধ্যে আবেদন করতে হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com