আল্পস পর্বতমালা ও প্রশস্ত হ্রদের কারণে সুইজারল্যান্ড অনেকের কাছে পরিচিত নাম। অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের কারণে বিশ্বের পর্যটকদের কাছে আকর্ষণীয় একটি দেশ। কম দুর্নীতি আর ঘড়ি, ট্রেন এবং চকলেটের খ্যাতি তো বিশ্বজোড়া। এই দেশে বৃত্তি নিয়ে পড়তে যাওয়ার সুযোগ আছে বিদেশি শিক্ষার্থীদের। বিশ্বের প্রায় ১৮০ দেশের শিক্ষার্থীদের জন্য একটি বৃত্তি দেয় সুইজারল্যান্ড। ‘দ্য সুইস গভর্নমেন্ট এক্সিলেন্স স্কলারশিপ’ নামে সুইজারল্যান্ড সরকারের এ বৃত্তিতে আবেদনের সুযোগ আছে বাংলাদেশি শিক্ষার্থীদেরও। রিসার্চ ফেলোশিপ, পিএইচডি স্কলারশিপ ও পোস্ট ডক্টরাল স্কলারশিপ দেবে সুইজারল্যান্ড। আবেদন চলছে। আবেদন করা যাবে আগামী ২৩ অক্টোবর পর্যন্ত।
ব্যাংকিং, শিক্ষাব্যবস্থা এবং উন্নত জীবনযাত্রার মানের জন্য বিশ্বের প্রথম সারির দেশগুলোর মধ্যে সুইজারল্যান্ড অন্যতম। মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে সুইস সরকার বরাবরই শিক্ষার ওপর জোর দিয়ে আসছে। সরকারি তহবিলের পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এসব শিক্ষাপ্রতিষ্ঠান দিয়ে থাকে উচ্চশিক্ষায় স্কলারশিপের সুযোগ।
অনলাইনে আবেদন করতে এবং আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে