শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:১৬ পূর্বাহ্ন

সীগাল হোটেল, কক্সবাজার

  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ মে, ২০২৩

নাগরিক জীবনের ব্যস্ততার মাঝে প্রশান্তি খুঁজে পেতে কক্সবাজার মানুষের নিকট খুবই জনপ্রিয় গন্তব্য। পৃথিবীর দীর্ঘতম এই সমুদ্র সৈকতও অপার্থিব সৌন্দর্যের পসরা সাজিয়ে অপেক্ষায় থাকে পর্যটকদের। এখানে একেকটি বিচের একেক রকম সৌন্দর্য।

সমুদ্র পাড়ের মানুষের বৈচিত্র্যময় জীবনযাত্রা, সামুদ্রিক বিভিন্ন খাবার-দাবার মিলে জমজমাট আয়োজন হয় এই সৈকতকে ঘিরে। কক্সবাজারে আগত দর্শনার্থীদের জন্য এখানে গড়ে উঠেছে বিভিন্ন মানের হোটেল রিসোর্ট। সীগাল হোটেল (Seagull Hotel)-এর মধ্যে জনপ্রিয় একটি।

কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে অবস্থিত চার তারকা মানের এই হোটেলটি। অত্যাধুনিক ও বিলাসী আবাসনের পাশাপাশি নানান পরিসেবা রয়েছে এখানে। সুইমিংপুল, ফিটনেস সেন্টারসহ হোটেলটিতে বার, রেস্টুরেন্ট, স্পা সেবা রয়েছে। এছাড়াও রয়েছে কিডস প্লে জোন, বিজনেস সেন্টার সহ আধুনিক নিরাপত্তা ও স্বাস্থ্যবিধির ব্যবস্থা।

জেনে নেয়া যাক সীগাল হোটেল এর অন্যান্য পরিসেবা গুলো নিয়েও

  • সুইমিংপুল
  • রেস্টুরেন্ট
  • বার
  • ফিটনেস সেন্টার
  • প্রাইভেট বিচ
  • গার্ডেন
  • ইনডোর গেইম
  • চিলড্রেন প্লে জোন
  • ফ্রি পার্কিং
  • সাইবার ক্যাফে
  • বিজনেস সেন্টার
  • কনফারেন্স এন্ড বাংকুয়েট ফ্যাসিলিটিজ
  • এয়ারপোর্ট শাটল
  • লকার
  • লাগেজ স্টোরেজ
  • টিকেটিং সার্ভিস
  • লন্ড্রি সার্ভিস
  • হট টাব
  • স্পা
সীগাল হোটেল (Seagull Hotel)
সীগাল হোটেলের লাক্সারিয়াস রুম; ছবি : সংগৃহীত

রুম টাইপ ও মূল্যমান

সীগাল হোটেলে রেগুলার রুম, ডিলাক্স রুম, মধুরিমা স্যুইট এবং স্যুইট রুম রয়েছে। রুমের মূল্যমান ৫ হাজার থেকে প্রায় ১৫ হাজার টাকা পর্যন্ত।

 অনলাইনে বুকিং করতে

www.seagullhotelbd.com/tariff-amenities.php

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com