সিডনি বিশ্ববিদ্যালয়ে দিচ্ছে স্কলারশিপ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও

অনলাইন ডেস্ক : স্নাতকোত্তর পর্যায়ে বুদ্ধিস্ট স্টাডিজে গবেষণার জন্য ‘খায়ান্তসে ফাউন্ডেশন স্কলারশিপ’ ঘোষণা করেছে সিডনি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টিরে ওয়েবসাইটে এ স্কলারশিপের বিস্তারি তথ্য প্রকাশ করা হয়েছে।

স্কলারশিপ পেলে প্রতি শিক্ষাবছর ২৫ হাজার মার্কিন ডলার পাবেন শিক্ষার্থীরা। দুই বছর মেয়াদি এ স্কলারশিপে শিক্ষার্থীর ৫০ শতাংশ ব্যয় বহন করবে বিশ্ববিদ্যালয়। ২৪ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু করেছে বিশ্ববিদ্যালয়টি। আগ্রহীরা আগামী বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

খায়ান্তসে স্কলারশিপ পেতে সিডনি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর প্রোগ্রামে সুযোগ পেতে হবে। অথবা, আগে থেকেই সেখানে স্নাতকোত্তরে ভর্তি থাকতে হবে। স্নাতকোত্তরের বিষয় হতে হবে মানবিক, দর্শন অথবা সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে।

শিক্ষার্থীকে নিজ থেকে বুদ্ধিস্ট স্টাডিজে গবেষণার জন্য আগ্রহী হতে হবে। পাশাপাশি, অধ্যয়নরত প্রতিষ্ঠান প্রধান হতে একটি সন্তোষজনক ছাড়পত্রও নিতে হবে।

এই স্কলারশিপটি মূলত বুদ্ধিস্ট স্টাডিজে আগ্রহী শিক্ষার্থীদের সহায়তা করার জন্য চালু করা হয়েছে। স্কলারশিপটির বিস্তারিত জানা যাবে https://www.sydney.edu.au/scholarships/b/the-khyentse-foundation-scholarship.html সিডনি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে সব তথ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: