শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৮:৩০ অপরাহ্ন

সিঙ্গাপুরের ভ্রমণ ভিসা

  • আপডেট সময় শুক্রবার, ৭ জুলাই, ২০২৩

সিঙ্গাপুর আয়তনে ছোট হলেও সেখানে রয়েছে জনপ্রিয় বেশ কিছু ভ্রমণ স্থান ও স্থাপনা। খুব সহজেই পুরো সিঙ্গাপুর ঘুরে বেড়ানো যায়। তাই পর্যটকদের কাছে সিঙ্গাপুর এক আকর্ষণের নাম।

রাজধানী ঢাকার সিঙ্গাপুর কনস্যুলেট অফিস হতে সিঙ্গাপুরের ভিসা ইস্যু করা হয়। তবে সেখানে সরাসরি ভিসার জন্য আবেদন করা যায় না। সিঙ্গাপুরের ভিসার জন্য আপনাকে অবশ্যই অনুমোদিত ভিসা এজেন্টের মাধ্যমে আবেদন করতে হবে এবং সেই সাথে সিঙ্গাপুরে বসবাসকারী কারো কাছ থেকে আমন্ত্রণ পেতে হবে। তবে ডিপ্লোম্যাটিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য সিঙ্গাপুর যেতে ভিসা লাগে না।

প্রচলিত আছে, সম্পূর্ণ নতুন অর্থাৎ ফ্রেশ পাসপোর্টে সিঙ্গাপুরের ভিসা পাওয়া যায় না। এই কথার শতভাগ ভিত্তি না থাকলেও ইতিপূর্বে আপনি অন্য কোন দেশ ভ্রমণ করে থাকলে কি ভিসায়, কিভাবে সেই দেশ ভ্রমণ করেছেন তা অনেক গুরুত্বপূর্ণ।

সাধারণত ভিসা আবেদন জমা দেয়ার ৫ থেকে ৭ কার্যদিবসের মধ্যেই সিঙ্গাপুরের ভিসার কাজ শেষ হয়, যদিও কোন কোন ক্ষেত্রে বেশি সময় লাগতে পারে। সিঙ্গাপুরের ভিসা জন্য ৩০ সিঙ্গাপুর ডলার ফিসা ফি এবং এজেন্টের সার্ভিস চার্জ জমা দিতে হয়।

ভিসা আবদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

এক সেট ১৪এ (14A) ফর্ম সঠিক ভাবে পূরণ করতে হবে। ১৪এ ফর্ম ডাউনলোড করুন এই লিংক থেকে।

সিঙ্গাপুরে পৌঁছানোর দিন থেকে নূন্যতম ৬ মাস মেয়াদী পাসপোর্ট থাকতে হবে এবং পাসপোর্টে কমপক্ষে ১ টি ফাকা পৃষ্টা থাকতে হবে।

পাসপোর্টে থাকা ব্যক্তিগত তথ্যের পৃষ্টার একটি ফটোকপি আবেদনপত্রের সাথে জমা দিতে হবে।

বিগত তিন মাসে মধ্যে সাদা পটভূমিতে (ব্যাকগ্রাউন্ড) ম্যাট পেপারে তোলা ২ কপি (৩৫*৪৫ mm) রঙ্গিন ছবি। মাথায় ক্যাপ এবং চোখে সানগ্লাস গ্রহণযোগ্য নয়।

সাধারণ ভ্রমণকারীদের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক (২১ বছর বয়স) সিঙ্গাপুরের স্থায়ী নাগরিক কতৃক ‘লেটার অফ ইন্ট্রোডাকশন’ (Letter of Introduction) ফর্ম ইস্যু থাকতে হবে।

৬ মাসের ব্যাংক ষ্টেটমেন্ট (নূন্যতম ১ লাখ টাকা থাকতে হবে) এবং ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট

চাকরিজীবী হলে অফিস কতৃক ছুটির অনুমতি পত্র, ছাত্রছাত্রী হলে আইডি কার্ডের কপি এবং ব্যবসাহী হয়ে থাকলে ট্রেড লাইন্সেসের কপি

কোম্পানির একটি খালি প্যাড এবং ভিজিটিং কার্ড

শিশুদের জন্য জন্মনিবন্ধন সার্টিফিকেট বা স্কুল আইডি কার্ডের কপি

হোটেল বুকিং-এর তথ্য

ফিরতি বিমান টিকেট

বিবাহিত হলে ম্যারেজ সার্টিফিকেট দেখাতে হবে

ব্যবসায়ী ভ্রমণকারীদের ভিসা পেতে সিঙ্গাপুরে রেজিস্টারকৃত কোম্পানির স্থানীয় যোগাযোগের ঠিকানা এবং প্রতিষ্ঠানের প্রতিনিধির স্বাক্ষর করা আমন্ত্রণপত্র থাকতে হবে। আর আমন্ত্রণকারী যদি কোন ব্যক্তি হত তবে আমন্ত্রণকারী কতৃকপ্রাপ্ত আমন্ত্রণপত্র এবং তার আইডি কার্ডের কপি জমা দিতে হবে।

সিঙ্গাপুর ভিসা এজেন্ট এর তালিকা

Discovery Tours & Logistic, Banani, Tel: 9821820, 9863340-43

Innova Services Ltd, Gulshan, Tel: 9893705, 9848618, 9892596

International Travel Corporation, Gulshan, Tel: 9885479-80, 9862788, 9850940

Lexus Tours & Travels, Banglamotor, Tel: 8613184, 8613126, 9632750-52

Maas Travels & Tours Ltd, Gulshan, Tel: 9881672 ext 211/212, 9881654 ext 211/212, 9893414 ext 211/212, Motijheel Tel: 9565380, 9565381

NovoAir Limited, Banani Tel: 55042385, Hotline: 01978443717

Parkway Hospitals Singapore Pte Ltd, Gulshan Tel: 9850422,  01736000000

Regency Travels Ltd, Banani Tel: 9821982, 9888270, 9848057; Uttara Tel: 01720961740

Saimon Overseas, Gulshan Tel: 9882273-74, 9881408, 9885307-08 ext 124

Silkways Cargo Services Ltd, Gulshan Tel: 9888211-20 ext 130, 131

Union Tours & Travels Ltd, Gulshan Tel: 9854566-77 ext 429

Valencia Air Travels & Tours, Motijheel Tel: 7113703, 7118695; Gulshan Tel: 8837344

Victory Travels Ltd, Motijheel Tel: 9550916, 9556129; Banani Tel: 9820146, 9820193, 9820179

MediConsult Ltd, Gulshan Tel: 029892828, 029840033

Talon Corporation Ltd, Gulshan Tel: 9894028, 9896909

আরও বিস্তারিত খুঁটিনাটি তথ্য জানতে ভিজিট করুন: www.ica.gov.sg

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com