যেসকল ব্যক্তি বিদেশে অর্থ পাচার ও সংঘবদ্ধ অর্থনৈতিক অপরাধের সাথে যুক্ত থাকেন, তারা কখনোই একা কাজটি করেন না বলে মন্তব্য করেছেন আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন সায়ের।
আজ শুক্রবার (১১ এপ্রিল) এক ফেসবুক পোস্টের মাধ্যমে সায়ের একথা জানান।
সায়ের তার পোস্টে বলেন, যেসকল ব্যক্তি বিদেশে অর্থ পাচার ও সংঘবদ্ধ অর্থনৈতিক অপরাধের সাথে যুক্ত থাকেন, তারা কখনোই একা কাজটি করেন না, তাদের একটা শক্তিশালী নেটওয়ার্ক/চক্র থাকে। যারা মূল ব্যক্তির উপস্থিতি ছাড়াই তাদের কার্যক্রম পরিচালনা করতে সক্ষম।
আপনি যদি সম্পুর্ণ নেটওয়ার্কটাই উপড়ে ফেলতে চান তাহলে সালমান এফ রহমানের সকল অপারেশন পরিচালনা যারা করেন, তাদেরকেও গ্রেফতার করতে হবে উল্লেখ করে তিনি আরো জানান, সালমানের অনুপস্থিতিতে যার তার সকল কাজ নিখুঁতভাবে করে যাচ্ছেন, তারা হলেন, ওসমান কায়সার চৌধুরি, সৈয়দ নাভেদ হোসেন মোস্তফা জামানুল বাহার, মোঃ লুৎফর রহমান।×
এই চারজন ব্যক্তি সালমান ও তার ভাই সোহেলের সকল অর্থনৈতিক অপরাধের সাথে সরাসরি জড়িত ছিলেন বছরের পর বছর। কিন্তু কোন বিশেষ কারণে এদের কাউকেই গ্রেফতার করা হয়নি, কিছুদিন আগে ওসমান কায়সার চৌধুরি’কে আটক করা হলেও পরবর্তীতে তাকে ছেড়ে দেয়া হয়।