শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৬ অপরাহ্ন

সামারকান্দ রেষ্টুরেন্ট

  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
Tablet, bartender or small business people for communication, networking or online order check. Research, planning startup or teamwork for inventory checklist, stock management or social media review

এই রেষ্টুরেন্টটিতে থাই ও চাইনীজ খাবার পরিবেশন করা হয়। রেগুলার সার্ভিসের পাশাপাশি এই রেষ্টুরেন্টটিতে হোম ডেলিভারী ও ক্যাটারিং সার্ভিস এর ব্যবস্থা রয়েছে। উল্লেখ্য এখানে লাঞ্চ ও ডিনারে বুফের ব্যবস্থা রয়েছে। সম্পূর্ণ রেষ্টুরেন্টটি শীতাতপ নিয়ন্ত্রিত।

ঠিকানা ও যোগাযোগ:

বাড়ি নং-২, রোড নং-১২৬, গুলশান-১, ঢাকা-১২১২।

টেলিফোন- ৯৮৮৩৬২৬,

মোবাইল- ০১৯৩৬-০১৯৫০৯

লোকেশন:

গুলশান-১ হতে গুলশান-২ যাওয়ার পথে হোটেল ওয়াশিংটন এর বিপরীত পাশে এই রেষ্টুরেন্টটি অবস্থিত।

বুফে:

এই রেষ্টুরেন্টটিতে লাঞ্চ ও ডিনারে বুফের ব্যবস্থা রয়েছে। ডিনারে বুফে মেনু রেট জনপ্রতি ৭৪৯++ টাকা (২৭ টি আইটেম) এবং লাঞ্চে বুফে মেনুর রেট জনপ্রতি ৫৪৯++ টাকা।

পার্টি আয়োজন:

এখানে একসাথে ২০০ জন লোকের পার্টি আয়োজনের ব্যবস্থা রয়েছে। পার্টির জন্য আলাদা কোনো ফ্লোর চার্জ প্রদান করতে হয় না। শুধুমাত্র খাবারের বিল পরিশোধ করলেই হয়। খালি থাকা সাপেক্ষে ২/৩ দিন আগে বুকিং দিতে হয়।

হোম ডেলিভারী:

২ (দুই) কিলোমিটার দূরত্ব পরযন্ত সম্পূর্ণ ফ্রী-তে হোম ও অফিস ডেলিভারীর ব্যবস্থা রয়েছে।

লাঞ্চ/ ডিনার বক্স:

লাঞ্চ ও ডিনারে নির্ধারিত বক্সের ব্যবস্থা রয়েছে।

খোলা বন্ধের সময়সূচি:

প্রতিদিন সকাল ৯.০০ হতে রাত ১১.০০ পর্যন্ত খোলা থাকে।

গাড়ি পার্কিং ব্যবস্থা:

রেষ্টুরেন্টের নিজস্ব ব্যবস্থাপনায় একসাথে ১৫ টি গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে।

বিল পরিশোধ পদ্ধতি:

এখানে নগদ ক্যাশ ও কার্ড  উভয়ভাবে বিল পরিশোধ করা যায়। বিলের সাথে ১৫% ভ্যাট প্রযোজ্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com