মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৭:২১ অপরাহ্ন

সাবেক ট্রাফিক ইন্সপেক্টর ও তার স্ত্রীর ৪ কোটি টাকার সম্পদ জব্দ

  • আপডেট সময় মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ফরিদপুরের সাবেক ট্রাফিক ইন্সপেক্টর তুহিন লস্কর ও তার স্ত্রী জামিলা পারভিন কুমকুমের ব্যাংক হিসাব স্থগিত ও স্থাবর সম্পত্তি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ফরিদপুরের জেলা দায়রা জজ আদালত ও সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. আকবর আলী শেখ এই সম্পত্তি ক্রোকের (জব্দ) নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের ফরিদপুর উপসহকারী পরিচালক মো. ইমরান আকন।

দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক রেজাউল করিম জানান, তাদের (তুহিন লস্কর ও জামিলা পারভিন) বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থাকায় তাদের ব্যাংক হিসাব স্থগিত ও সম্পত্তি জব্দ করতে চলতি বছরের ৪ সেপ্টেম্বর নির্দেশ দেন আদালত। তুহিন লস্করের নামে একটি ও তার স্ত্রী জামিলা পারভিনের নামে দুটি ব্যাংক হিসাবে মোট ১ কোটি ৬ লাখ ১৭ হাজার ২৯১ টাকা রয়েছে। এ ছাড়া স্ত্রীর নামে ফরিদপুর, খুলনা ও গোপালগঞ্জে ২ কোটি ৮১ লাখ টাকার জমি ও ৫ তলা ভবনসহ বেশ কয়েকটি ফ্ল্যাট রয়েছে বলেও জানান দুদকের এই কর্মকর্তা।

তুহিন লস্করের স্ত্রীর আয়ের কোনও উৎস না থাকলেও ভুয়া ব্যবসা দেখিয়ে এই সম্পদ অর্জন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com