মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৯:৪১ অপরাহ্ন
Uncategorized

সাইকেলে ‘সাহসী’ সৌদি মহিলারা

  • আপডেট সময় রবিবার, ৩ অক্টোবর, ২০২১

কখন যে কোনটা প্রতীক হয়ে ওঠে, তা আগে থেকে ভাবা মুশকিল। যেমন সাইকেল। দুচাকার এই যানটি সৌদি মহিলাদের কাছে একটা প্রতিবাদের অস্ত্র হয়ে উঠল।

সৌদি আরবের রক্ষণশীল সমাজে উন্মুক্ত রাস্তায় সাইকেল চালানোটা মেয়েদের পক্ষে একটু অসম্ভবই মনে হয়েছিল তাঁদের। কেননা সেখানে প্রকাশ্যে নারীদের খেলাধুলা করাটা ভাল চোখে দেখা হয় না। সাইকেল চালানোও সে রকমই কিছু বলে সাব্যস্ত। কিন্তু অনেক বছর ধরেই সামার রাহবিনি ভাবছিলেন, এক্ষেত্রে একটা বদল আনা জরুরি। তাই শাসন বা ভ্রুকুটিকে একরকম উপেক্ষা করেই সামার রাহবিনি সম্প্রতি লোহিত সাগরতীরবর্তী শহর জেদ্দায় পুরুষের পাশাপাশি নারীদের জন্য চালু করলেন ‘কারেজ’ নামে এক সাইক্লিং ক্লাব।

এই উদ্যোগ প্রসঙ্গে সামার জানান– আমি এ ক্লাবের নাম দিয়েছি ‘কারেজ’। কারণ রাস্তায় মেয়েদের সাইকেল চালানো, মানুষ ও ভিড়ের মধ্যে এটি চালানো শেখার জন্য সাহসের দরকার। সম্প্রতি রাহবিনি ও তাঁর বান্ধবীরা দল বেঁধে রাস্তায় সাইকেল নিয়ে বেরিয়েছিলেন। রাহবিনি একটা কালো ট্রাকসুট পরেছিলেন, সঙ্গে সাদা জ্যাকেট, তাঁর চুল খোলা ছিল, তা বাতাসে উড়ছিল। মুক্তমনা সাহসী রাহবিনি জানান, তাঁর ক্লাবে এখন নারী সদস্যের সংখ্যা কয়েকশো ছাড়িয়েছে।

তবে রাহবিনি জানিয়েছেন, সাইক্লিং ক্লাব চালু করা নিয়ে এখনও পর্যন্ত তাঁকে তেমন প্রতিক্রিয়ার সম্মুখীন হতে হয়নি। ভবিষ্যতে কী হবে, তা ভবিষ্যৎই বলবে। ২০১৭ সালের আগে আবহটা যতটা রক্ষণশীল ছিল ২০১৭ সালের পরে তার বদল ঘটেছে। অতএব সামনের দিকে তাকিয়ে থাকা ছাড়া গত্যন্তর কই।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com