1. [email protected] : চলো যাই : cholojaai.net
সম্পাদকীয়
রবিবার, ১১ মে ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন

সম্পাদকীয়

  • আপডেট সময় সোমবার, ৩১ জুলাই, ২০২৩
বাংলাদেশ বিমানকে নিয়ে অনেকেই অনেককিছু বলেন। আমি সবসময়ই পজিটিভ। তাই বলি, বিমানের বহর বাড়িয়ে দিন, ছড়িয়ে দিন সমস্ত পৃথিবীতে, দেখবেন বিদেশি এয়ার লাইনগুলো ধীরে ধীরে গুটিয়ে নেবে, যারা এখন আমাদের বৈদেশিক মুদ্রার স্টক খালি করছে। দেশের বৈদেশিক মুদ্রা বাইরে যাবেনা, বরং বাংলাদেশ বিমান সারা বিশ্ব থেকে নিয়ে আসবে বৈদেশিক মুদ্রা।
নিজস্ব বিমান যাই থাকনা কোনো, ভাড়া করে তো করতে বহর বাড়াতে পারি।
একটু হিসেব করে দেখুন বিদেশী এয়ারলাইন্সগুলো কি পরিমান বৈদেশিক মুদ্রা নিয়ে যাচ্ছে। বিমান বাংলাদেশ যদি সার্ভিস ভালো দেয়, বহর বাড়িয়ে সারা পৃথিবীতে পাখা মেলে যায়, ভাড়া হয় যুক্তি সঙ্গত, কেনো আমরা অন্য ক্যারিয়ারে যাবো।
এটা করা যাবে, এটা করা যাবেনা, এসব করলে চলবেনা। বিমানকে হতে হবে আর দশটা ক্যারিয়ারের চেয়েও আপডেট।উদ্দেশ্য বৈদেশিক মুদ্রা ব্যয় নয়, বরং আয় করা।
মাননীয় সরকার মহোদয় একটু ভেবে দেখবেন।

বিশ্বাস ফজলুল হক
সম্পাদক

চলো যাই
অনলাইন ট্রাভেল ম্যাগাজিন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com