১১ টি ডেকের প্রায় ৯০০ ফিট জাহাজ Royal Caribbean – Legend of the sea. ২০০০ লোকের ধারণ ক্ষমতা, কি নেই জাহাজটাতে, বড় থিয়েটার, সুইমিং পুল, দৌড়ানোর জন্য ট্র্যাক, মিনি গল্ফ, সিনেমা হল, ক্যাসিনো, ক্লাব,শপিং সেন্টার, ফটো ষ্টুডিও , বাচ্চাদের খেলার জায়গা । তার সাথে তো রয়েছে ৩ বেলা বুফে খাবার। আর ভারত মহাসাগরের অভূতপূর্ব সৌন্দর্য তো আছেই।
সবচেয়ে অবাক করা বিষয় ছিল এই সব সুবিধা সহ চার দিন – তিন রাতের খরচ ছিল মাত্র ৩০,০০০ টাকা।
আমরা প্রথমে ঢাকা থেকে সিঙ্গাপুর যাই, তারপর Harbourfront থেকে সকালে উঠে পড়ি বিশালাকারের জাহাজে। সকলের পাসপোর্ট জমা নিয়ে অদের একটা কার্ড দিয়ে দেয়, যা দিয়ে দরজা খোলা থেকে শুরু করে যে কোনো জিনিস কেনা যায়। শুরু হয় এক নতুন ভ্রমণ অভিজ্ঞতার।
জাহাজে বোরিং লাগার কোনো বিষয় নেই, সব সময়ই একটা না একটা প্রোগ্রাম চলতে থাকে।
একদিন ভারত মহাসাগরের মাঝে চলার পর নোঙ্গর ফেলে মালয়েশিয়ার Port Klang এ। একটা বিষয় এখনো আমার কাছে রহস্য রয়ে গেছে তা হলো আমাদের মালয়েশিয়ার কোনো ভিসা ছিলোনা, আমাদের পাসপোর্ট এ মালয়েশিয়ার entry / exit সীল ও নেই, কিন্তু আমরা জাহাজ থেকে নেমে Port Klang থেকে কুয়ালালামপুর ঘুরে আসি। কুয়ালালামপুর থেকে জাহাজে ফিরি বিকেল ৪ টায়। তারপর জাহাজ চলতে থাকে থাইল্যান্ড এর Phuket এর উদ্দেশ্যে।
এর পরদিন সকালে জাহাজ পৌঁছে যায় Phuket এ, সারাদিন ফুকেটে থাকার পর সন্ধ্যায় আবার রওনা হয় সিঙ্গাপুরের উদ্দেশ্যে।
খরচ / পারসন :
ঢাকা – সিঙ্গাপুর : ২২,০০০ ~ ২৬,০০০ টাকা
Cruise: ৩০,০০০ ~ ৩৫,০০০ টাকা
সিঙ্গাপুর অনেক এক্সপেন্সিভ, সিঙ্গাপুরে থাকলে খরচ বেড়ে যাবে। যারা সমুদ্র পছন্দ করেন তারা চেষ্টা করবেন একবার হলেও এই ভ্রমণ অভিজ্ঞতা নেয়ার।
Newly married কাপল দের জন্য must. কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন।
আপডেট ১
অনেকের আগ্রহ দেখে ভালো লাগছে – ক্রুজ শিপ ভ্রমণ সম্পর্কে সবাই ধরে নেয় লাখ লাখ টাকার বিষয় আসলে তা নয়। আমি বুকিং – খরচের আরো ডিটেলস পরে জানাবো।
আশা করি সবার সাধ আর সাধ্য এক হবে।
আপডেট ২
অনেকে ডিটেইলস জানতে চেয়েছেন – যতটুকু সম্ভব এই আপডেট এ জানাচ্ছি।
* আমি cheapest way টা দেখানোর চেষ্টা করেছি।
* Visa Application – Air Ticket – Hotel booking নিজে করতে হবে
* ফেব্রুয়ারীর ১৩ – ১৭ তারিখের ক্রুজ জার্নির জন্য খরচের estimate করা
* দুই জনের হিসেবে করা হয়েছে
* ডলার ভ্যালু ৮১ টাকা ধরা হয়েছে
ভিসা:
সিঙ্গাপুর – Double Entry – 2600 টাকা (Ref: http://www.saimongroup.com/singaporevisa/Visa_Fee ) ট্রাভেল এজেন্সী ৪০০০ থেকে ৬৫০০ টাকা নেবে। ক্রুজ এর invitation থাকলে ভিসা পাওয়া সহজ।
থাইল্যান্ড – Single Entry – ৫৪০ টাকা (http://www.vfsglobal.com/Thail…/Bangladesh/Tourist_Visa.html )ট্রাভেল এজেন্সী ১০০০ – ১৫০০ টাকা
মালয়েশিয়া – ভিসা প্রয়োজন নেই, হয়তো cruise কোম্পানির সাথে মালয়েশিয়ার গভঃ স্পেশাল arrangement আছে। মালয়েশিয়ায় ঢুকার সময় কোনো ইমিগ্রেশন পার হতে হয়না।
এয়ার টিকেট :
Feb ১২ – Feb ১৭
Tiger Airlines: (Dhaka – Singapore) – ২৩,৮১৫ টাকা (রিটার্ন এয়ার টিকেট সহ)
ক্রুজ শীপ:
Royal Caribbean – Mariner of the Sea
Room type: Interior state room
খরচ: ৬৮,৭০০ (২ জনের)
বুকিং http://www.royalcaribbean.com/
Included:
– ৪ দিন / ৩ রাত থাকা
– ৩ বেলা বুফে খাবার (Chinese, Indian cuisines)
– বিকেলে পিজ্জা – আনলিমিটেড (২ পিস নেয়ার পর লজ্জা লাগতো )
– ক্যাপ্টেন’স ককটেল পার্টি
– Most of the entertainment and services.
– সফ্ট ড্রিঙ্কস ইনক্লুডেড না – তবে $১২ দিয়ে ৪ দিনের জন্য আনলিমিটেড ড্রিঙ্কস প্যাকেজ নেয়া যায়।
Excluded:
– ইন্টারনেট / টেলিফোন সার্ভিস (সিম রোমিং করা থাকলে প্রায় এ অসুবিধা হয় না )
– ক্যাসিনো
– ড্রিঙ্কস
– লন্ড্রি সার্ভিস
– Gratuity
– Shore excursions
– শপিং
Dress code:
– শুধু ক্যাপ্টেন্স ককটেল পার্টি (valantines night a) ড্রেস কোড রয়েছে। ছেলেদের – Tuxedo (অথবা যেকোনো ধরণের স্যুট), মেয়েদের – black এন্ড shine ড্রেস।
ক্যাপ্টেন্স ককটেল পার্টি ডিনার এ ড্রেস কোড মেইনটেইন না করলে একটু বিব্রতকর পরিস্হিতিতে পরতে পারেন।)
সেবার মান – ৫ star মানের
নিচে ২ ধরণের জার্নি উল্লেখ করলাম (যার জন্য যেটা প্রযোজ্য)
জার্নি ১ – (cheapest)
১. ঢাকা – সিঙ্গাপুর by air ( ১২ ফেব্রুয়ারী রাত ৯:৩০)
২. সিঙ্গাপুর এ প্লেন ল্যান্ড করবে রাত ৩:০০ টায়, ইমিগ্রেশন পার হতে রাত ৪:০০ টা
৩. রাত ৪ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত রেস্ট এয়ারপোর্ট এ। (ডিউটি ফ্রি শপ আর লাউঞ্জে সময় কেটে যাবে )
৪. সকাল ৮ টায় Uber / ট্যাক্সি নিয়ে HarborFront
৫. সকাল ১০ টায় জাহাজে চেকইন
৬. Enjoy the trip
৭. ১৭ তারিখ সকাল ১১ টায় জাহাজ HarborFront নোঙ্গর ফেলবে।
৮. বিকেল ৫:৩০ রিটার্ন ফ্লাইট to ঢাকা
ভিসা (নিজ) + এয়ার টিকেট + ক্রুজ টিকেট = ৬১,৩০০ টাকা
Shore excursions + অন্যান = ১০,০০০ টাকা
মোট – ৭১,৩০০ / পারসন
জার্নি ২ – (comfortable)
১. ঢাকা – সিঙ্গাপুর by air ( ১১ ফেব্রুয়ারী রাত ৯:৩০)
২. সিঙ্গাপুর এ একদিন থাকা
৪. ১৩ তারিখ সকাল ৮ টায় Uber / ট্যাক্সি নিয়ে HarborFront
৫. সকাল ১০ টায় জাহাজে চেকইন
৬. Enjoy the trip till 17th
৭. ১৭ তারিখ সকাল ১১ টায় জাহাজ HarborFront নোঙ্গর ফেলবে।
৮. সিঙ্গাপুর এ দুই রাত থাকা
৯. ১৯ তারিখ বিকেল ৫:৩০ রিটার্ন ফ্লাইট to ঢাকা
ভিসা (এজেন্সী) + এয়ার টিকেট + ক্রুজ টিকেট = ৬৫,০০০ টাকা
সিঙ্গাপুর থাকা + shore excursions + অন্যান = ৩৫,০০০ টাকা
মোট: ১ লক্ষ টাকা / পারসন